অনুচ্ছেদ : আর্সেনিক দূষণ

আর্সেনিক এক ধরনের বিষাক্ত সাদা যৌগিক পদার্থ ।  এটি সাধারণত নলকূপের পানিতেই বেশি দেখা যায় । বিশেষ করে উত্তরবঙ্গে আর্সেনিক দূষণ বেশি পাওয়া যায় । আর্সেনিকযুক্ত পানি পানি করলে শরীরে বিভিন্ন ধরনের চর্মরােগ দেখা যায় । হাত, পা ও পিঠে একধরনের ঘা এর সৃষ্টি করে । আর্সেনিকযুক্ত পানি পান করলে ক্যান্সারও হতে পারে । এছাড়া শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে । আর্সেনিকযুক্ত পানি পান করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে । আর্সেনিক যুক্ত পানি পান করলে শরীর কর্ম ক্ষমতা হারায় । তাই সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে । নলকূপের পানি বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে দেখতে হবে আর্সেনিক আছে কিনা । আর্সেনিক পাওয়া গেলে ঐ নলকূপের পানি পান করা থেকে বিরত থাকতে হবে । আর্সেনিক দূষিত পানি পান করা ব্যতীত সব কাজেই ব্যবহার করা যাবে । নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া গেলে ঐ নলকূপটি লালক্রস চিহ্ন দিতে হবে । ঐ নলকূপের পানি পান সম্পূর্ণ বন্ধ করতে হবে । বর্তমানে আর্সেনিকযুক্ত পানি বিশুদ্ধ করতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা যায় । ফিল্টার ব্যবহার করে পুকুর বা নদীর পানি বিশুদ্ধ করে পান করা যায় । তাই আমাদের এই নীরব ঘাতক আর্সেনিক দূষণ সম্পর্কে সকলে জানাতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ।

Post a Comment

1 Comments

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।