জীবন ধারণের জন্য মানুষকে কাজ করতে হয় । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কাজ করে যেতে হয় । ভিন্ন ভিন্ন কাজ করে তারা জীবিকা নির্বাহ করে । কেউ রিক্সা চালায়, কেউ ফসল ফলায়, কেউ ডাক্তার, কেউ ইন্জিনিয়ার, কেউ উকিল, কেউ পুলিশ, কেউ জেলে, কেউ বা ব্যবসায়ী । আমাদের দেশে এখনও অনেক কাজকে ছোট চোখে দেখা হয় । একটা কথা মনে রাখতে হবে পৃথিবীতে কোন কাজই ছোট বা নিন্দনীয় নয় । অন্যান্য দেশে কোন কাজকেই ছোট করে দেখা হয়না । তাই তাদের দেশ উন্নত দেশে পরিণত হয়েছে । আর এদেশে এখনো মানুষ দু’বেলা দুমুঠো খেতে পারে না । যতদিন এ দেশে কোন কাজকে ছোট চোখে দেখা হবে ততদিন এদেশ থেকে দারিদ্র্যতা যাবেনা । যখন এদেশের মানুষ শ্রমকে গুরুত্ব দিবে তখন এদেশ থেকে দারিদ্র দূর হবে । তাই সকলেরই উচিত শ্রমের মর্যাদা দেওয়া ।
2 Comments
লেল
ReplyDeleteValo laglo amar kaje asche
ReplyDeleteলক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।