বাংলাদেশ নদীমাতৃক দেশ । এখানে ছোট বড় অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে । বাংলাদেশের প্রাচীন প্রতিযোগতামূলক উৎসবগুলোর মধ্যে হচ্ছে নৌকা বাইচ অন্যতম একটি উৎসব। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীপাড়ে এখনও গ্রাম্য মেলা বসতে দেখা যায়। নদীতে স্রোত যখন কম থাকে তখন এই মেলা আয়োজন করা হয়ে থাকে । এই প্রতিযোগিতায় সাধারণত ৮ থেকে ১০ টি নৌকা বাইচের জন্য অংশগ্রহণ করে । প্রয়োজনবোধে নৌকা কমবেশী হতে পারে । নোকাগুলো লম্বায় ৬০ থেকে ১০০ হাত । নৌকাগুলাে চওড়ায় প্রায় ৩ থেকে ৪ হাত । আর নৌকার দাড় বাওয়ার জন্য এতে বেশকিছু মাঝি অংশগ্রহণ করে থাকে । মাঝিরা একসাথে দাড় বেয়ে প্রতিযোগীতা করে । মাঝিদের উৎসাহ দেবার জন্য একজন তালে তালে ঘন্টা বাজায় । যে ঘন্টা বাজায় তাকে বলা হয় চড়নদার । যখন মাঝিরা বৈঠা ফেলে ঘন্টার তালে তাল মিলিয়ে এগিয়ে যায় তখন তাদের খুবই চমৎকার লাগে । যে দল আগে সীমানা অতিক্রম করে তারা বিজয়ী হয় । নৌকা বাইচ দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হয় । নৌকা বাইচ দেখে তারা আনন্দ উপভোগ করে । নৌকা বাইচ এখন আমাদের একটি ঐতিহ্য
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।