দরিদ্র তহবিল / হাত্রকল্যাণ তহবিল হতে সাহায্যের আবেদন

তারিখ : ৫-২-২০১৯

প্রধান শিক্ষক
পাইস্কা উচ্চ বিদ্যালয়
ধনবাড়ি, টাঙ্গাইল ।

বিষয় : ছাত্রকল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্যের আবেদন।

জনাব, 
আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণির একজন নিয়মিত ছাত্র । আমি আপনার স্কুলে তিন বছর যাবৎ পড়ালেখা করছি । আমার বাবা একজন কৃষক । আমরা চার ভাইবোন লেখা পড়া করছি । বর্তমানে আমার বাবা খুবই অসুস্থ । তার পক্ষে আমাদের লেখাপড়ার খরচ যোগানো অসম্ভব হয়ে পড়েছে । আর্থিক অনটনের কারণে আমাদের লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়েছে । এমতাবস্থায় আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ  ও ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য প্রদান করলে বিশেষভাবে উপকৃত হব ।


অতএব , হুজুর সমীপে বিনীত প্রার্থনা , আমাকে বিনাবেতনে পড়ার সুযােগ ও দরিদ্র তহবিল থেকে এককালীন কিছু অর্থ অনুদানের ব্যবস্থা করে বাধিত করবেন ।


বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
মো : রনি
শ্রেণী : ৮ম
রোল - ১

Post a Comment

7 Comments

  1. আমি ঢাকার লালবাগে থাকি আমার বাবা একজন রিক্সা চালক আমার বাবা অসুস্থ হওয়ার কারনে আমাদের চলতে এখন অনেক কষ্ট দায়ক তাই পারিবারিক অর্থ তহবিল সাহায্য জন‍্য আমার আবেদন গ্রহন করা হক

    ReplyDelete
  2. আমি খুব ওসোহায় আমার এতিম একটা 15 মাসের ছেলে আছে কিনতু এখোন আমি তারজোনো দুধ কিনতে পারছিনা তাই আমাকে সাহায্য কোরুন

    ReplyDelete
    Replies
    1. আপ্নার ঠিকানা দিন।আমি সাহায্য দিব আপনাকে।

      Delete
  3. আমি খুব ওসোহায় আমার এতিম একটা 15 মাসের ছেলে আছে কিনতু এখোন আমি তারজোনো দুধ কিনতে পারছিনা তাই আমাকে সাহায্য কোরুন

    ReplyDelete
  4. আমি খুব ওসোহায় আমার এতিম একটা 15 মাসের ছেলে আছে কিনতু এখোন আমি তারজোনো দুধ কিনতে পারছিনা তাই আমাকে সাহায্য কোরুন

    ReplyDelete

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।