ষড়ঋতুর দেশ বাংলাদেশ । পৃথিবীর অন্যান্য দেশে চারটি ঋতু হলেও বাংলাদেশে ছয়টি ঋতু । বাংলাদেশ ছয় ঋতুর দেশ । বাংলাদেশের ছয়টি ঋতু হচ্ছে গীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত । দুমাস পর পর এখানে ঋতু পরিবর্তন হয় । প্রতিটি ঋতুর রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য । এক এক ঋতু এক এক রূপ নিয়ে আসে । প্রতিটি ঋতুর আবির্ভাবে প্রকৃতি সৌন্দর্যময় হয়ে ওঠে । নতুন রুপরেখায় আল্পনা আকে আকাশে গায়ে, মাটির বুকে, মানুষের মনে । ঋতু পরিবর্তনের ফলে মানুষের জীবন যাত্রারও পরিবর্তন ঘটে । প্রতিটি ঋতু এদেশের জন্য যেন কল্যাণ বয়ে নিয়ে আসে । ষড়ঋতুর প্রভাব মানুষের মনেও পড়ে থাকে । তাই এদেশের মানুষের মন উদার প্রকৃতির ।
1 Comments
।
ReplyDeleteলক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।