অনুচ্ছেদ : বাংলা নববর্ষ

বাংলা মাসের প্রথম দিনকে বাংলা নববর্ষ হিসেবে পালন করা হয় । পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ উৎসব । অনেকেই বলে সম্রাট আকবরের আমল থেকে এই নববর্ষের গণণা শুরু হয়েছে । ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে নববর্ষ পালন করে থাকে । তাদের মধ্যে জাতি, ধর্ম, ভেদাভেদ না রেখে নববর্ষকে বরণ করে নেয় । নববর্ষে হালখাতা, পহেলা বৈশাখ সহ বিভিন্ন লোকজমেলার আয়োজন করা হয় । সংস্কৃতি সংগঠন ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে নববর্ষ উদযাপন করে আসছে । এই দিনটিতে ছেলেরা পাঞ্জাবি, পাডামা ও মেয়েরা নানা রঙের শাড়ি পরিধান করে । এই দিনটি আসে নতুন বছরে নতুন বার্তা নিয়ে । পুরনো সব গ্লানি মুছে নতুন করে জীবন সাজাতে দিনটি প্রতিবছর ফিরে আসে । সবার মুখে এই দিনটিতে হাসি লেগে থাকে । পহেলা বৈশাখে বিভিন্ন দোকান থাকে । এই দোকান গুলিতে কুটির শিল্পের পণ্য বেশি দেখা যায় । এই দিনে প্রতিটি মানুষ নিজেদের ও দেশের সুখ, শান্তি , সমৃদ্ধি প্রত্যাশা করে ।

Post a Comment

6 Comments

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।