বই জ্ঞানের উৎস । বই পড়া হচ্ছে মানুষের অভ্যাসগুলাের মধ্যে উৎকৃষ্ট । বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে । একটি ভাল বই মানুষের নিঃসঙ্গতা দূর করে এনে দেয় নির্মল আনন্দ । বই পড়ার মাধ্যমে বিকাশ ঘটে সভ্যতা ও সংস্কৃতির । আমরা প্লেটো, এরিস্টটল, মার্কস, স্যার জগদীশচন্দ্র বসুকে না পেলেও তাদের লেখা বইয়ের মাধ্যমে সান্নিধ্য লাভ করতে পারি । বইয়ে ইতিহাসের পাতায় অসংখ্য জ্ঞানী মানুষের কথা , তাদের জীবনী লেখা রয়েছে । যা পড়লে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়ে থাকে । বর্তমানে উন্নত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই । তবে বই নির্বাচনে সতর্ক হওয়া দরকার । কারণ বাজে বই মানুষের নৈতিকতা নষ্ট করতে পারে । ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে । তাই অবশ্যই ভালো বই পড়ার অভ্যাস করতে হবে । কেননা বই আনন্দের সঙ্গী, জ্ঞানের ভান্ডার ।
1 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteলক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।