অনুচ্ছেদ রচনাঃ নারী শিক্ষা

শিক্ষা মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে অন্যতম । যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত । মানুষের মনুষ্যত্ব বিকাশে শিক্ষার বিকল্প নেই । একটি শিশুর প্রথম শিক্ষক তার মা । কেননা শিশুরা সর্বপ্রথম মায়ের কাছ থেকেই কথা বলা শিখে । নেপোলিয়ন তাই বলেছেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেবো । একটি শিশু বড় হওয়া পর্যন্ত মায়ের কাছে শিক্ষা গ্রহন করে । কিন্তু আমাদের দেশের অধিকাংশ নারী অশিক্ষিত । তারা সঠিকভাবে ছেলেমেয়েদের গড়ে তুলতে পারেনা ।  ছেলেমেয়েদের মনুষ্যত্ব বিকাশে শিক্ষা অপরিহার্য । আজকের শিশুরাই আগমীর ভবিষ্যত । এজন্য তাদের সঠিকভাবে গড়ে তুলতে মায়েদের শিক্ষার প্রয়োজন । দেশে কুসংস্কার এখনও নারীদের ঘরে আবদ্ধ করে রেখেছে । ফলে তারা শিক্ষা গ্রহণে এখনও পিছিয়ে আছে । নারী শিক্ষার মাধ্যমেই একটি জাতির উন্নয়ন সম্ভব । সরকার বর্তমানে নারীদের শিক্ষার জন্য বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তির ব্যবস্থা করেছে । নারী শিক্ষার প্রতি জনগণকে সচেতন করতে হবে । প্রয়োজনে বয়স্ক নারীদের শিক্ষারও ব্যবস্থা করতে হবে । তবেই আমরা একটি উন্নত জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ।

Post a Comment

2 Comments

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।