তোমার বন্ধুর বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখ ।

ধনবাড়ি,টাঙ্গাইল
১২-১২-২০১৯

প্রিয় বন্ধু করিম,
তোমাকে যে কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছি না । শােকাহতকে সান্ত্বনা দেওয়ার মতাে ভাষা আমার জানা নেই । তবু একান্তভাবে চাইছি , এই শোককে যেন তুমি কাটিয়ে উঠতে পারো ।

আজ স্কুলে মিজানের কাছে শুনলাম , হার্ট অ্যাটাকে তােমার বাবা মারা গেছেন । খবরটা শুনে আমি খুবই মর্মাহত হয়েছি । সাথে সাথে তোমার বাবার মর্মাহত চেহারা যেন চোখের সামনে ভেসে উঠল । বুক ভাঙ্গা কান্না আসতে লাগলো  । কিছুতেই চোখের জল বাধা মানল না । তোমাদের বাড়ি গেলে চাচা আমাকে কত আদর করেছেন । তিনি বলেছেন আমি তোমার মত তার একটি সন্তান । কথাগুলো মনে হলেই এখনওচোখে অশ্রু চলে আসে । যাই হোক জন্মিলে মরিতে হবেই । মৃত্যুর ওপর কারো হাত নেই । তাই এই বাস্তবতাকে মেনে নিতে চেষ্টা করো । তুমি ভেঙে পড়লে তোমার মা ও ছোট ভাইবোন আরো ভেঙে পড়বে । তাই মনকে শক্ত করো ।

আজ আর নয় । দোয়া করি তোমার বাবার বিদেহী আত্মা যেন শান্তি পায় । সময় পেলেই তোমাকে দেখতে আসব ।


ইতি তােমারই
সিরাজ


এখানে খাম আকতে হবে ।

Post a Comment

2 Comments

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।