ব্লগার সাইট থেকে লেখা কপি করা বন্ধ করুন সহজ উপায়ে ।

আমরা অনেক কষ্ট করে পোষ্ট লেখে থাকি । কিন্তু অনেকেই কপি করে লেখাগুলো নিজের বলে চালিয়ে দেয় । এতে লেখকের পোষ্ট করার উৎসাহ কমে যায় ।

আজ আমি দেখাবো কিভাবে ব্লগ থেকে লেখা কপি করা বন্ধ করবেন । দু একটা ব্রাউজার দিয়ে হয়তো কপি করতে পারবে ।


চলুন তবে জেনে নেই কিভাবে লেখা কপি করা বন্ধ করবেন ।
প্রথমে ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করুন ।
এবার theme এ ক্লিক করলে নতুন পেইজ আসবে । সেখানে পেইজের মাঝখানে দেখবেন edit html লেখা আছে । edit html এ ক্লিক করুন ।
এবার ব্লগে html গুলো দেখাবে । সেখান থেকে </b:skin> খুজে বের করুন ।
খুজে পেলে নিচের কোডটি  </b:skin> এর উপরে পেস্ট করে দিয়ে থিম সেভ করুন ।


ব্যস কাজ শেষ এবার নিজেই দেখুন আপনার ব্লগের লেখা কপি করা যাচ্ছে কিনা ।

যারা মোবাইল দিয়ে ব্লগ চালান তাঁরা উপরের পদ্ধতিতে কোড না দিতে পারলে নিচের পদ্ধতি অনুসরণ করুন ।

# ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করে থিম এ ক্লিক করুন ।

# এবার backup and restore এ ক্লিক করে download theme এ ক্লিক করে থিম ডাউনলোড করুন ।

# থিম ব্যাকাপ করে নিয়ে es file explore এপ্স দিয়ে ডাউনলোড করা থিম ইডিট করে </b:skin> এর উপরে কোডটি পেস্ট করে দিয়ে থিম সেভ করুন ।

#সেভ করা থিমটি ব্লগে আপলোড করুন ।

এবার দেখুন লেখা কপি করা যাচ্ছে না । আজ বিদায় নিচ্ছি । আবার কথা হবে নতুন কোন তথ্য নিয়ে । কোন সমস্যা হলে কমেন্ট করুন ।

Post a Comment

0 Comments