অনুচ্ছেদ রচনাঃ ধান

ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য । ধান থেকে তৈরি ভাত খেয়ে আমরা জীবন ধারণ করি । এটি আমাদের প্রধান খাদ্য । এজন্য আমাদের বলা হয় , মাছে ভাতে বাঙ্গালী । অন্য কিছু খেলেও ভাতের ক্ষুধা যেন মেটে না । শুধু আমাদের দেশেই নয় বিশ্বের অন্যান্য দেশেও মানুষ প্রধান খাদ্য হিসেবে ভাত খেয়ে থাকে । আমরা চাল দিয়ে শুধু ভাতই খাই না । চাল দিয়ে আমরা বিভিন্ন মজাদার পিঠা, পায়েস, পুলি তৈরি করে থাকি । বাংলাদেশের সব অঞ্চলেই কম বেশি ধান চাষ করা হয় । বাংলাদেশে সাধারণত আউশ, আমন, বোরো এই তিন ধরনের ধানের চাষ করা হয় । গ্রামের প্রায় ৮০ ভাগ লোক সরাসরি ধান চাষে সম্পৃক্ত । অধিকাংশ কৃষক অজ্ঞ ও অশিক্ষিত । তাদের উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানাতে হবে । তাহলে ধানের উৎপাদন অনেক বেড়ে যাবে । তখন প্রয়োজনীয় খাদ্য শস্য রেখে বাকিটা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব ।

Post a Comment

1 Comments

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।