অনুচ্ছেদ রচনাঃ বর্ষায় বাংলাদেশ

গ্রীষ্মের প্রচন্ড দহন শেষে বর্ষা আসে প্রকৃতির আশীর্বাদ হয়ে । আমাদের দেশে জোষ্ঠ্য- আষাঢ় মাসে বর্ষাকাল শুরু হয় । বর্ষা এলে যেন মানুষ, পশুপাখি, গাছপালা সবকিছু হাফ ছেড়ে বাঁচে । বর্ষার ছোয়াতে পৃথিবী শীতল হয়ে যায় । বর্ষাকালে চারদিকে মাঠ ঘাট, নদী নালা, খাল বিল পানিতে পরিপূর্ণ থাকে । বর্ষাকালে গ্রামের মানুষ যেন অবসর পায় । সবাই ঘরে বসে থাকে । অনেকেই গল্প গুজব শুরু করে । ছোট ছোট ছেলেমেয়েরা ভেলা বানিয়ে পানিতে আনন্দে ঘুরে বেড়ায় । বর্ষাকালের অনেক অপকারীতাও রয়েছে । বর্ষাকালে বন্যায় ফসল নষ্ট হয়, অনেকর ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় । দিন মজুরেরা কাজ করতে পারে না বৃষ্টির কারণে । ফলে তাদের উপোশ থাকতে হয় ।পশুপাখির খাদ্যের অভাব দেখা যায় । বর্ষার  সময় গাছে গাছে নতুন ফুল ফোটে । চারদিকে এক অপূর্ব সৌন্দর্য বিরাজ করে । তখন বর্ষা যেন সকলের কাছে আশীর্বাদ মনে হয় ।

Post a Comment

0 Comments