গার্মেন্টস শিল্পে কোয়ালিটি পদে চাকরি নিতে হলে যেসব বিষয়ে জানা থাকতে হবে

কোয়ালিটির চাকরি নিতে গেলেই প্রথমেই জিজ্ঞেস করে অভিজ্ঞতা আছে কিনা?অভিজ্ঞতা ছাড়া বর্তমানে চাকরি পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার । তাই আজ আমরা গার্মেন্টসে কোয়ালিটির চাকরি নিতে গেলে ইন্টারভিউয়ে যেসব প্রশ্ন করে তা জানবো ।

প্রথমে সবার একটি ভুল সম্পর্কে জানিয়ে দিচ্ছি । অনেকেই বলে যে আমি গার্মেন্টসে চাকরি করি । আসলে গার্মেন্টস অর্থ হচ্ছে পোষাক । তাহলে বলুনতো কেউ কি পোষাকে চাকরি করতে পারে । বলতে হবে আমি গার্মেন্টস শিল্পে চাকরি করি ।

আর কথা বাড়াবনা । একটাই অনুরোধ পোষ্ট পড়ে উপকৃত হলে কমেন্ট করবেন ।

●● Quality inspector কি? চলুন জেনে নেই

● কোয়ালিটি মানে কি ? 
⏩কোয়ালিটি মানে গুণগত মান ।

● Inspector মানে কি?
⏩Inspector মানে পরিদর্শক ।


● Spi কি ?
⏩ spi = Stitch per inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)

● Garments কি?
⏩ Garments অর্থ  তৈরিকৃত পোষাক ।

● Aql কি?
⏩ AQL = Acceptable quality lebel (গুণগত মানের গ্রহনযোগ্য অবস্থা)

● Dtm কি?
⏩ DTM = Dying to match (রঙের সাথে মিল থাকা)

● Gtm কি?
⏩ Garments total management .

ইঞ্চি টেপ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তরঃ

● একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?
⏩ 60 inch

● একটি ইঞ্চি টেপে কত cm থাকে?
⏩ 150 cm.

● একটি  ইঞ্চি টেপে কত ফুট থাকে?
⏩ 5 feet.

আরো কিছু প্রশ্ন ও উত্তর

● 10mm সমান কত cm?
⏩ 1cm.


● 1 inch সমান কত সুতা?
⏩ ৮ সুতা ।


● 1 inch সমান কত cm?
⏩ 2.54 cm

● 1 mitre সমান কত cm?
⏩ 100 cm

● 1mitre সমান কত ইঞ্চি?
⏩ 39.37 inch


Defects

একটি তৈরি পোষাকে কত প্রকার সমস্যা থাকে ।
⏩ ৩ প্রকার । যথাঃ

১ . Major problem  ( বড় ধরনের সমস্যা ) ।
২ . Minor problem ( ছোট ধরনের সমস্যা ) ।
৩ . Critical problem  ( সুক্ষ ধরনের সমস্যা ) ।

কিছু অলটার

ব্রকেন স্টিচঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই। আর এই সেলাই এর একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।

স্কিপ স্টিচঃ সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।

প্লিটঃ সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুুঁচি পড়লে বলা হয় প্লিট

ওপেন স্টিচঃ সেলাই এর সময় কিছু যায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ।

রয়েজ আউটঃ দুইটি বন্ধনী জোড়া দেওয়ার পর ভেতর থেকে কাঁচা বের হলে তাকে বলা হয় রয়েজ আউট।

ইভেন জয়েন্ট স্টিচঃ দুই মাথার সেলাই এসে জয়েন্ট না মিললে বলা হয় আন ইভেন জয়েন্ট স্টিচ।

উপরোক্ত প্রবলেমগুলোই মেইন । এছাড়া বেশকিছু অলটার বা সমস্যার নাম নিচে দেয়া হলো।

ওভার স্টিচ, হাফ স্টিচ, স্পট, হোল, ড্যামেজ, বারটেক মিসিং, ফেব্রিক ফল্ট ।

আজ এই পর্যন্ত শেষ করছি ।
পোষ্ট পড়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

Post a Comment

1 Comments

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।