অনুচ্ছেদ রচনাঃ ইন্টারনেট

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ । বর্তমান যুগ ইন্টারনেটের যুগ । ইন্টারনেট বিশ্বকে হাতের মুঠোর মধ্যে এনে দিয়েছে । বর্তমানে এমন কোন কাজ নেই যা ইন্টারনেটের মাধ্যমে করা যায় না । যোগাযোগ, বিনোদন, শিক্ষা, ক্রয় বিক্রয়,লেনদেন সহ যাবতীয় সব কাজ করা হচ্ছে ইন্টারনেটে মাধ্যমে । কোন তথ্য প্রয়োজন হলে সার্চ করছে ইন্টারনেটে । ঘরে বসেই করছে কেনাকাটা । বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবরাখবর জানতে ও দেখতে পারছে ইন্টারনেটের মাধ্যমে । ইন্টারনেট মানুষের জীবনকে করেছে সহজ । ইন্টারনেটের অপকারী দিকও আছে । ছোট ছোট ছেলেমেয়েরা ইন্টারনেট অশ্লীল ফটো, ভিডিও দেখে নষ্ট হচ্ছে । আমাদের সকলকে এ ব্যাপারে সচেতন হতে হবে ।

Post a Comment

0 Comments