মজাদার ধাঁধা পর্ব ১

১. ছোট্ট একটা ঘরের মধ্যে সাতটা বাড়ি, যে না বলতে পারে তার সঙ্গে আড়ি।
উঃ চালতা ।

২. শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় ।
উঃ ঘরের দরজার খিল ।

৩. উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবে-চিন্তে
বলে ফেলো তা।
উঃ তাল ।

৪. তিন অক্ষরের নাম তার পানিতে বাস করে, মাঝের অক্ষর কেটে দিলে আকাশেতে ওড়ে ।
উঃ চিতল

৫. উপরে তিতা ভিতরে মিঠা, লেবুর দলে বাস। এই কথাটি বলতে গেলে লাগে তিন মাস।
উঃ জাম্বুরা ।

৬. আকাশ থেকে পড়ল গোটা তার মধ্যে রউ (রক্ত), যে না বলতে পারে সে পাগলের বউ।
উঃ কালো জাম ।

৭. আল্লাহর কি কুদরত লাঠির ভিতর শরবত ।
উঃ আখ ।


৮. স্বামী-স্ত্রীর প্রথম মিলন দিনে, রাতের শেষে স্ত্রী হারালো তার প্রিয়জনে।
উঃ বেহুলা ।

৯. এক ঘরে এক খাম বলো তার নাম?
উঃ ছাতা ।

১০. মাটির বুকে জন্ম তার পরে সাদা শাড়ি, তরকারির স্বাদ বাড়ানো
তার বাহাদুরি।
উঃ লবণ ।

১১. লোহার খুঁটি কাঁচের ঘর, তার মধ্যে আলোর বর।
উঃ হারিকেন ।

১২জঙ্গলে মরিচ গাছ ঝাকি দিলে সর্বনাশ?
উঃ মোমাছির বাসা ।

১৩. লেজ কাটা কাজ যার, পেট কেটে বাস তার, মাথা মুছে ফেলা জল, চোখে দিলে ভালো ফল।
উঃ কাজল

১৪. লেজের দিকে চাপ দিলে মাথা উঁচু করে, যতো বার ছেড়ে দাও মাথা কুটে মরে।
উঃ ঢেঁকি ।

১৫. শুভ্র বসন দেহ তার, করে মানুষের অপকার। আস্তে আস্তে পুড়িয়ে মারে, তবু মানুষ বুঝতে না পারে।
উঃ সিগারেট ।

১৬. অজগরের মত এঁকেবেঁকে চলে, চুরমার করে পথে কিছু পেলে।
উঃ নদী ।

১৭. কোন জিনিস কাটলে বড় হয়?
উঃ পুকুর ।

১৮. আকাশের বড় উঠান, ঝাড়ু দেওয়ার কেউ নেই, এই যে ফুল ফুটে আছে ধরবার কেউ নেই।
উঃ তারা ।

১৯. তিন বর্ণে নাম আমার বিদ্যানের সাথি, মাথাটা কেটে ফেললে হই মাপকাঠি।
উঃ কাগজ  ।

২০. তিন বর্ণে নাম মোর নাচতে পারি ভালো, শেষের বর্ণ বাদ দিলে মারতেও পারি ভালো।
উঃ  লাটিম ।

২১. প্রথমে পাখি পরে ফল, মধ্যখানে ‘পা’ রাখি, আমি সেবায় রত থাকি।
উঃ হাসপাতাল ।

২২. ফল আছে তার গাছ নাই, সে ফলের খোসা ও বোটা নাই।
উঃ শিল ।

২৩. হাত আছে পা নেই, বুক তার ফাটা, মানুষ গিলে খায়,
নাই তার মাথা।
উঃ শার্ট ।

২৪দেয়ার সময় কষাকষি দেয়ার পরে খুশী?
উঃ চুড়ি ।

২৫. হাত দিয়ে সাজিয়ে কাছে দেই থালায়, বরযাত্রী বুড়াবুড়ি মজা করে খায়।
উঃ পান ।

২৬. কোন সে রসিক চান নাকে বসে ধরে কান?
উঃ চশমা ।

২৭. লাল টুকটুক গোয়ায় দাড়ি না পারলে তার সাথে আড়ি?
উঃ পেয়াজ ।

২৮. হাতুড়ি বাটালি বাইশটা, চোরে নিল বাইশটা। বাকি থাকে কয়টা?
উঃ দুইটা ।

২৯. হাত নেই পা নেই কোন সে জনার, অনায়াসে পার হয় অকূল সাগর?
উঃ সাপ ।

৩০. বলো সে দেশের নাম যেই নামের মধ্যে দুটি ফল ও একজন প্রসিডেন্টের নাম আছে ।
উঃ বেলজিয়াম ।

Post a Comment

0 Comments