অনুচ্ছেদ রচনাঃ স্বাধীনতা দিবস / ২৬শে মার্চ

২৬ শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস । ১৯৭১ সালের এই দিনে বাংলার মানুষ পাকিস্তান ঔপনিবেশিক স্বৈরশাসনের হাত থেকে মুক্ত হয়েছিল । স্বাধীনতার জন্য এদেশের মানুষ অকাতরে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে । লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা । স্বাধীনতা দিবসের তাৎপর্য অপরিসীম । স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় আমরা পরাধীন জাতি নই । এই দিনটি আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা মনে করিয়ে দেয় । এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয় । দেশের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন করা হয় । কোথাও বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক গান, কবিতা বা বক্তব্য রাখা হয় । আমরা স্বাধীনতা অর্জন করেছি বটে, তবে আমাদের অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি । অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারলেই আমাদের স্বাধীনতার রূপ পূর্ণাঙ্গ হবে । রাষ্ট্রকে নব চেতনায় উদ্বুদ্ধ করে দেশ থেকে অশিক্ষা, কুসংস্কার, বেকারত্ব বুভুক্ষা ও দারিদ্রতা দূর করতে হবে । তখনই আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উচু করে বাঁচতে পারবো ।

Post a Comment

0 Comments