Create a blog bangla tutorial part 1 - কিভাবে একটি নতুন ব্লগ সাইট খুলতে হবে দেখে নিন - পর্ব ১

আজ আমি দেখাবো কিভাবে ফ্রিতে একটি ব্লগ সাইট খুলবেন ।
আমি পর্ব গুলো ধারাবাহিক ভাবে প্রকাশ করে যাবো । আপনারা সবগুলো পর্ব দেখলে যা যা শিখতে পারবেন :

ব্লগ খোলা ।
ব্লগে পোষ্ট করার বিভিন্ন টুলস সম্পর্কে জানা ।
ব্লগ সিও করা ।
গুগলে ব্লগ সাবমিট করা ।
থিম আপলোড ও ব্যাকাপ করা ।
বিভিন্ন গ্যাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য ।
ব্লগ থেকে যেভাবে ইনকাম করা যায় ।

চলুন এখন দেখে নেই কিভাবে একটি ব্লগ খোলা যায় ।

ব্লগ খুলতে প্রথমেই কোন ব্রাউজার ওপেন করে জিমেইলে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

এরপর এড্রেসবারে লিখুন blogger.com অথবা এখানে ক্লিক করুন



এবার sign in এ ক্লিক করুন ।


Sign in এ ক্লিক করলে আপনাকে ইমেইল দিয়ে লগইন করতে বললে ইমেইল দিয়ে লগইন করুন ।


লগইন করলে ফটোর মতো ড্যাসবোর্ড পাবেন । ফটো দেখে কাজ করুন । x দেখানো জায়গাতে ক্লিক করলেও হবে না করলেও হবে ।


এবার নিচের ফটোতে দেখানো জায়গায় ক্লিক করুন । create new blog ক্লিক করলে নতুন একটি পেইজ চলে আসবে ।
এবার উপরের ঘরে কিছু একটা লিখে দিয়ে adress এর ঘরে আপনার ব্লগের এড্রেস বসাতে হবে । ব্লগের জন্য এটাই মেইন কাজ । যেমন এই ব্লগের এড্রেস bdatheart.blogspot.com

Adress লিখলে যদি নিচের ফটোতে দেখানো লেখা আসে তবে বুঝবেন ঐ এড্রেস আগে থেকেই কেউ ব্যবহার করেছে । আপনাকে অন্য একটি এড্রেস লিখতে হবে । প্রয়োজনে আপনি adress এর সাথে 24,99,100 যেকোন সংখ্যা ব্যবহার করতে পারেন ।

এড্রেস লিখলে যদি নিচের ফটোর মতো available আসে তবে নিচ থেকে যেকোন থিমএ ক্লিক করে create blog ক্লিক করলেই ব্লগ খোলা হয়ে যাবে ।
তখন আপনার সামনে নতুন পেইজ চলে আসবে । আজ এই পর্যন্তই আগামী পর্বে দেখাবো কিভাবে পোষ্ট করতে হয় । আর পোষ্টর সাথে কিভাবে tag,title,url বসাতে হয় । এই পোস্ট কেমন লেগেছে অবশ্যই জানাবেন ।

Post a Comment

0 Comments