খরগোশ ও কচ্ছপের গল্প

এক বনে একটি অহংকারি খরগোশ বাস করতো । খরগোশ অন্যদের থেকে খুব জোরে ছুটতে পারে । তাই তার অহংকার ছিল বেশি । কচ্ছপ ধীরে ধীরে চলাচল করে বলে খরগোশ তাকে নিয়ে ঠাট্টা করতো । প্রতিদিন ঠাট্টা সহ্য করতে না পেরে কচ্ছপ একদিন খরগোশকে দৌড় প্রতিযোগিতার কথা বলল । আরো বলল এতে তারা দুজনই শুধু অংশগ্রহণ করবে ।

কচ্ছপের কথা শুনে খরগোশ হাসতে লাগল । পরে কচ্ছপের অনুরোধে সে দৌড় প্রতিযোগিতার জন্য রাজি হল । যথাসময়ে দৌড় প্রতিযোগিতা শুরু হলো । খরগোশ খুব জোরে ছুটতে থাকে । আর কচ্ছপ আস্তে আস্তে চলতে থাকে । খরগোশ কচ্ছপকে পেছনে ফেলে চলে গেল । কিছুক্ষণ যাওয়ার পর খরগোশ ক্লান্ত হয়ে পড়ে । তখন খরগোশ ভাবল যে কচ্ছপ হয়তো এখনো খুব বেশিদূর আসতে পারে নি । তাই খরগোশ গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম করতে লাগল । বিশ্রাম নিতে নিতে খরগোশ হঠাৎ ঘুমিয়ে পড়ে । কচ্ছপ ধীরে ধীরে ছুটতে ছুটতে খরগোশকে পেছনে ফেলে চলে গেল । অনেক্ষণ পরে খরগোশ ঘুম থেকে উঠে ভাবে কচ্ছপ হয়তো অনেক পিছিয়ে আছে । খরগোশ আবার ছুটতে থাকে । দৌড় প্রতিযোগিতার শেষ প্রান্তে এসে খরগোশ দেখে কচ্ছপ আগেই চলে এসেছে  । প্রতিযোগিতায় কচ্ছপ খরগোশকে হারায় । তখন খরগোশ খুব লজ্জা পেল ।

Post a Comment

0 Comments