মিথ্যেবাদী রাখাল ও বাঘের গল্প

এক রাখাল প্রতিতিন মাঠে গরু চড়াতে যেত । সে ছিল ভীষণ দুষ্ট । সে সবসময় মানুষের সাথে দুষ্টুমি করতো । সে একদিন মাঠে গরু চরাতে গেল । তার মাথায় দুষ্ট বুদ্ধি এলো । সে তখন বাঁচাও বাঁচাও আমাকে বাঘ হামলা করেছে, এ বলে চিৎকার করতে লাগলো ।


তার চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি-সোটা নিয়ে দৌড়ে এসে দেখে বাঘ নেই । তখন রাখাল তাদের দেখে হাসতে থাকে । গ্রামবাসী বুঝতে পারে যে রাখাল মিথ্যে কথা বলেছে । তাই তারা সবাই বাড়ি ফিরে আসে । এভাবে আরো কয়েকবার রাখাল গ্রামবাসীকে বোকা বানায় । রাখাল চিৎকার করে বাঁচাও বাঘ এসেছে বলে । আর গ্রামবাসী বাঁচাতে এসে দেখে সে মিথ্যে কথা বলেছে ।

এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন সত্যি সত্যি বাঘ রাখালকে তাড়া করে । রাখাল বাঁচাও বাঘ এসেছে বলে চিৎকার করতে থাকে । গ্রামবাসী তখন চিৎকার শুনে মনে করে যে রাখার হয়তো আজও মিথ্যে কথা বলছে । তাই তারা কেউ রাখালের চিৎকার শুনে বাঁচাতে গেল না । বাঘ রাখালকে মেরে ফেলল ।  মিথ্যা বরার কারণে রাখাল প্রাণ হারালো ।

Post a Comment

0 Comments