ভাষা শহীদদের কথা - তৃতীয় শ্রেণীর অধ্যায় উত্তরসহ

ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ । ১৯৫২ সাল । ফাল্গুন মাস । কোনাে কোনাে গাছ থেকে পাতা ঝরে পড়ছে । কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে । পলাশ ফুল ফুটেছে ।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা । চারদিকে থমথমে ভাব । পুলিশ মিছিল করতে নিষেধ করেছে । বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের । পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে । বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায় । কিন্তু ছাত্র - জনতা তা মানবে না । তারা মিছিল করবে । টগবগে তরুণরা বেপরােয়া । প্রয়ােজনে তারা জীবন দেবে । মায়ের ভাষার দাবি ছাড়বে না । মিছিল বের হলাে । পুলিশ গুলি করল । গুলিতে নিহত হলেন রফিক , সালাম , বরকত , জব্বারসহ নাম না জানা অনেকে । তারা আমাদের ভাষাশহিদ ।

আবুল বরকত :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র । ওই দিন পড়ার টেবিল ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন । যােগ দিয়েছিলেন মিছিলে । এক সময় মিছিলে গুলি হলাে । গুলি এসে লাগল তার গায়ে । বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন । কিন্তু তাঁকে বাঁচানাে সম্ভব হলাে না । রাতেই তিনি মারা গেলেন ।

রফিকউদ্দিন আহমদ :

বাড়ি মানিকগঞ্জে । কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায় । ঢাকার বাদামতলীতে ছিল তার বাবার ব্যবসায় । কিন্তু ওই দিন তাঁর মন ব্যবসায়ে আটকে থাকে নি । তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে । পুলিশের গুলি এসে তার মাথায় লাগে । সঙ্গে সঙ্গে তিনি মারা যান ।

আবদুল জব্বার :

ময়মনসিংহের গফরগাঁওয়ে তাঁর বাড়ি । গরিব পরিবারের সন্তান তিনি । লেখাপড়ায় বেশি এগােতে পারেন নি । একসময় চাকরি নিয়ে চলে যান বিদেশে । অনেক দিন পর দেশে ফেরেন । ঢাকা এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য । ভাষার জন্য তারও প্রাণ কেঁদেছিল । বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যােগ দিয়েছিলেন । পুলিশের গুলি এসে লেগেছিল তাঁর শরীরে । তাকে নিয়ে যাওয়া হলাে হাসপাতালে । কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেন নি । রাতেই তিনি মারা গেলেন ।

আরেক ভাষাশহিদের নাম আবদুস সালাম :

ফেনী জেলায় তার বাড়ি । তিনি ঢাকায় চাকরি করতেন । ভাষার টানে তিনিও গেলেন মিছিলে । একসময় পুলিশের গুলি এসে লাগল তার শরীরে । তাঁকে হাসপাতালে ভর্তি করা হলাে । দেড় মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল । তাকেও বাঁচানাে গেল না ।

এই ভাষাশহিদেরা মাতৃভাষাকে ভালােবাসতেন । তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন । তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে । তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয় । তারা অমর । আমরা কখনাে তাদের ভুলব না ।



অনুশীলনী ১ . শব্দগুলাে পাঠ থেকে খুঁজে বের করি । অর্থ বলি ।

থমথমে ➡ বিপদের ভয়ে নিরব অবস্থা ।
মিছিল ➡ শোভাযাত্রা ।
টগবগে ➡ গরম হয়ে ওঠা, রাগে উত্তেজিত হয়ে ওঠা ।
বেপরােয়া ➡ ভয়হীন, কোন বাধা নিষেধ মানে না এমন ।
হাসপাতাল ➡ চিকিৎসালয় ।
অসুস্থ ➡ সুস্থ নয়, রুগ্ন, পীড়িত ।
মাতৃভাষা ➡ মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শিখে ।
আত্মত্যাগ ➡ নিজের প্রাণ উৎসর্গ করা ।
অমর ➡ যার মৃত্যু নেই, চিরদিনের জন্য স্মরণীয় ।
ব্যবসায় ➡ কারবার, বাণিজ্য ।

২ . ঘরের ভিতরের শব্দগুলাে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ।

মিছিলে, টগবগে, হাসপাতালে, মাতৃভাষা, অমর, বেপরােয়া

ক . তরুণদের মধ্যে সব সময় বেপরােয়া ভাব ।
খ . ২১ শে ফেব্রুয়ারির মিছিলে খালি পায়ে যেতে হয় ।
গ . অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয় ।
ঘ . বাংলা আমাদের মাতৃভাষা
ঙ . সবকিছুতে তার টগবগে ভাব ।
চ . দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর

৩ . যুক্তবর্ণগুলাে চিনে নিই । যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি ।

ফাল্গুন = ল্গ ➡ ল+গ = ফাল্গু ।
অসুস্থ = স্থ ➡ স+থ  = মুখস্থ, দুস্থ ।
সম্মান = স্ম ➡ম +ম = আম্মা , সম্মতি ।
রাষ্ট্রভাষা = স্ট্র ➡  ষ+ট+ র - ফলা ➡ উষ্ট্র , রাষ্ট্র

৪ . ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি ।

ক . ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন –
১ . রফিক
২ . সালাম
৩ . বরকত ✔
৪ . জব্বার


খ . রফিকের বাবা কী করতেন ?
১ . শিক্ষকতা
২ . ব্যবসায় ✔
৩ . চাকরি
৪ . কৃষিকাজ


গ . আবদুস সালামের বাড়ি কোন জেলায় ?
১ . মানিকগঞ্জ
২ . ঢাকা
৩ . ময়মনসিংহ
৪ . ফেনী ✔


৫ . ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই ।

মাতৃভাষাকে, পাতা, বেপরােয়া, মিছিল 

ক . কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে ।

খ . পুলিশ মিছিল করতে নিষেধ করেছে ।

গ . টগবগে তরুণরা বেপরোয়া ।

ঘ . এই ভাষাশহিদেরা মাতৃভাষাকে ভালােবাসতেন ।

৬ . নাম বােঝায় এমন শব্দ লিখি ।

মাসের নাম - ফেব্রুয়ারি , ফাল্গুন ।
ফুলের নাম - পলাশ ।
জায়গার নাম - ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, ফেনী ।

৭ . বিপরীত শব্দ জেনে নিই । খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি ।

সম্ভব - অসম্ভব, জীবন - মরণ, নতুন - পুরনাে

ক . ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন ।
খ . লেখাপড়া না করে ভালাে ফলাফল করা অসম্ভব ।
গ . বসন্তকালে গাছে নতুন পাতা গজায় ।

৮ . মুখে মুখে উত্তর বলি ও লিখি ।

ক . ছাত্র - জনতা কী দাবি জানিয়েছিল ?
⏩ ছাত্র - জনতা বাংলা ভাষাকে  রাষ্ট্র ভাষার দাবি জানিয়েছিল ।

খ . পাকিস্তানিরা কী চেয়েছিল ?
⏩ পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল ।

গ . ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি কে কে শহিদ হয়েছিলেন ?
⏩ সালাম, রফিক, বরকত, জব্বার ও নাম না জানা অনেকেই ।

ঘ . ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা কী নামে ডাকি ?
⏩ ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা ভাষাশহীদ নামে ডাকি ।

ঙ . রফিকউদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন ?
⏩ তার বাবার ব্যবসার কাজের জন্য ।

চ , আবদুল জব্বারের বাড়ি কোথায় ?
⏩ ময়মনসিংহের গফরগাঁওয়ে ।

ছ , ভাষাশহিদেরা কেন জীবন দিয়েছিলেন ?
⏩ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা করতে ।

জ . ফেব্রুয়ারি মাসে ফোটে এমন তিনটি ফুলের নাম লিখি ।
⏩ পলাশ, জুই, ডালিয়া ।

ঝ , ভাষাশহিদেরা কেন অমর ?
⏩ ভাষার জন্য ভাষাশহিদেরা আত্মত্যাগ করেছেন তাই ভাষাশহিদেরা অমর ।

৯. নিচের শব্দ গুলো দিয়ে মুখে মুখে বাক্য রচনা করি ও লিখি ।

পাতা : বসন্তকালে গাছে গাছে নতুন পাতা জন্মে ।
ভাষা : বাংলা আমাদের মাতৃভাষা ।
ডাক্তার : ডাক্তার আহতদের চিকিৎসা করেন ।
গুলি : ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালায় ।
ত্যাগ : ভাষাশহিদেরা মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছেন ।

Post a Comment

1 Comments

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।