অনুচ্ছেদ রচনা : একতাই বল

মানুষকে সবসময় প্রতিকূল পরিবেশের মধ্যে জীবন যাপন করতে হয় । প্রতিকূল পরিবেশে শত্রুর মোকাবিলা করার জন্য মানুষের দরকার ঐক্যবদ্ধ শক্তির । কথায় আছে, যে একা সেই সামান্য, যার ঐক্য নাই সেই তুচ্ছ । একা কোন কাজ করতে গেলে পদে পদে বাধা বিপত্তি আসে । কিন্তু ঐক্যবদ্ধভাবে কোন কাজ করলে কোন বাধা বিপত্তি আসলেও টিকতে পারে না । একতা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না । ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তিই তাকে পরাজিত করতে পারে না ।  ১৯৭১ সালে যুদ্ধের সময় এদেশের মানুষ একতাবদ্ধ ছিল বলেই পাকিস্তানীরা পরাজিত হয়েছিল । তাই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে জীবন যাপন করতে হবে ।


Post a Comment

0 Comments