একটি ষাঁড় ও বাছুরের গল্প

অনেক দিন আগের কথা । কোন  একসময়ে একটি মোটা ষাঁড় বাস করতো । একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সামনে একটি সরু গলি পড়ল । ঐ গলি ছাড়া যাওয়ার আর রাস্তা নেই । সে ঐ সরু গলি দিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু মোটা হওয়ার কারণে যেতে পারলো না ।

একটি ছোট বাছুর এই দেখে এগিয়ে আসে । ছোট বাছুরটি বলল আমি এই গলিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই সরু গলি দিয়ে যেতে হবে । তখন ষাঁড় বলল তোকে দেখাতে হবে না । আমি তোর আগে জন্ম নিয়েছি আর আমি তোর চেয়ে বড় । ষাঁড় আরো বলে এই সব কায়দা কসরৎ আমার জানা আছে । এই বলে সে সরু গলিতে ঢুকে পড়ল । কিন্তু কোন ক্রমেই সে আর বেরুতে পারল না । 

Post a Comment

0 Comments