অনুচ্ছেদ : অবসর বিনোদন

কাজের জন্য মানুষের মনকে প্রফুল্ল ও সতেজ রাখার সবচেয়ে সেরা উপায় হচ্ছে অবসর বিনোদন । একটানা কাজ করতে থাকলে শরীর একসময়ে ক্লান্তহয়ে পড়ে । তখন কাজে তেমন মন বসে না । কাজের ফাঁকে যদি মানুষ কিছুক্ষণ বিশ্রাম নেয় তবে তার মধ্যে কাজ করার স্পৃহা চলে আসে ।
একটু অবসর পেলে শরীর সুস্থ মনে হয় । কাজ করতে গেলে শরীরের সুস্থতা, মনের প্রফুল্লতা ও উদ্যম চাই । অবসর বিনোদনের মাধ্যম মানুষ কাজ করার প্রফুল্লতা পায় । অতিরিক্ত পরিশ্রম করলে শরীর নিস্তেজ ও অসুস্থ হয়ে পড়ে । শরীরের উপর চাপ পড়ে । অবসর বিনোদনের গ্রহণ করলে শরীর কর্মক্ষম ও সুস্থ থাকে । শুধু কাজের মাঝেই মানুষ স্বস্তি পায়না । কাজের পর কিছুক্ষণ বিশ্রাম নিলে সবারই ভালো লাগে , স্বস্তি পায় । তাই সবারই উচিত দৈনন্দিন কাজের পরে অবসর বিনোদন গ্রহণ করা ।

Post a Comment

0 Comments