অনুচ্ছেদ : একটি ফুলের বাগান

ফুল সৌন্দর্যের প্রতিক । ফুল ভালবাসে না এমন মানুষ কমই পাওয়া যাবে । বাড়িতে ফুলের বাগান থাকলে বেশ ভালো লাগে । ফুলের বাগান বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে । ফুলের বাগানে বিভিন্ন রকম ফুল ফোটে । গোলাপ, গাঁধা, জুঁই, বেলী, হাসনাহেনা সহ বিভিন্ন ধরনের ফুল গাছ থাকে । ফুল একটি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে । ফুলহীন বাগান যেন রুক্ষ । বাগানের মালি বা মালিক বাগানে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপন করে , সঠিক পরিচর্যা করে গাছকে বড় করে । গাছকে পশুপাখির হাত থেকে রক্ষা করতে বেড়া দিতে হয় । একসময়ে বাগানে গাছে গাছে নতুন ফুল ফুটতে দেখা যায় । যেকোন অনুষ্ঠানেই ফুলের ব্যবহার দেখা যায় । বাজারে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে । বর্তমানে ফুলের বাগান করে অনেকে স্বাবলম্বী হয়েছে । তাই প্রতিটি বাড়িতে একটি করে ফুটের বাগান থাকা প্রয়োজন ।

Post a Comment

1 Comments

  1. Please talking you,download paragraph rool please try again.Thanks.Writer Thanks you.

    ReplyDelete

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।