১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশ স্বাধীনতা লাভ করে । দীর্ঘ নয় মাস যুদ্ধের পর স্বাধীন হয় এদেশ । ১৬ই ডিসেম্বর গৌরবময় এ বিজয়ের মাধ্যমে এদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পেরেছে । এই দিবসটি শুধু বিজয় দিবস নয় এটা আমাদের জাতীয় দিবসও । ১৫ই ডিসেম্বর রাত থেকে শুরু হয় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি । ১৬ই ডিসেম্বর সকাল থেকে স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠান সহ ঘরবাড়ি, দোকান পাট, রিকশা-গাড়িতে লাল সবুজ পতাকা লাগানো হয়ে থাকে । এই দিবসের সূচনা হয় সাভারের স্মৃতিসৌধে পুষ্প অর্পণের মধ্য দিয়ে । এই দিনে দেশের অনেক জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠান গুলোতে মুক্তিযুদ্ধ বিষয়ক গান, বক্তব্য রাখা হয় । এই দিনটি দেশের সকল মানুষকে মনে করিয়ে দেয় যে কোথাও অন্যায় অত্যাচার, শোষণ - দুঃশাসন দেখলেই তার প্রতিবাদ করতে হবে ।
1 Comments
ঐণজণজণজঙছণছঙঙ
ReplyDeleteবচডচঢঢভ
ণচঢচঢচ
ণচঢচঢচ
ণ
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।