দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্প দ্রব্যাদি হচ্ছে লোকশিল্প । আমাদের দেশের লোকশিল্প একসময় সারা বিশ্বে সুনাম অর্জন করেছিল । বিশেষ করে বিদেশে শাড়ির ব্যাপক চাহিদা হলো ।
শুনা যায় বিভিন্ন দেশের সুন্দরী রমণীরা নাকি ঢাকার মসলিন কাপড় পরিধান করতো । বর্তমানে লোকশিল্প টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে পড়েছে । আমাদের দেশের লোকশিল্প গুলো ভিন্ন ভিন্ন রুপে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত । ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, খুলনা ও সিলেট সহ বেশ কিছু বিভাগে লোকশিল্প এখনও টিকে আছে । এখনো ঢাকার মসলিন ও টাঙ্গাইলের তাতের শাড়ির দেশের বাইরে বেশ সুনাম রয়েছে । আমাদের দেশে গ্রামেও বেশকিছু লোকশিল্প রয়েছে । এখানে তারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের তৈজসপত্র, খেলনা তৈরি করে । মহিলারা বাড়ির কাজের পাশাপাশি নকশিকাথা, হাতপাখা তৈরি করে । এখনও বিদেশে লোকশিল্প দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে । যা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে । লোকশিল্প আমাদের দেশের একটি পুরনো ঐতিহ্য । এই শিল্প যেন বিলুপ্ত না হয় সেজন্য সবার এই শিল্পের সম্প্রসারণ ও সংরক্ষণ করা সকলেরই দায়িত্ব ।
শুনা যায় বিভিন্ন দেশের সুন্দরী রমণীরা নাকি ঢাকার মসলিন কাপড় পরিধান করতো । বর্তমানে লোকশিল্প টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে পড়েছে । আমাদের দেশের লোকশিল্প গুলো ভিন্ন ভিন্ন রুপে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত । ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, খুলনা ও সিলেট সহ বেশ কিছু বিভাগে লোকশিল্প এখনও টিকে আছে । এখনো ঢাকার মসলিন ও টাঙ্গাইলের তাতের শাড়ির দেশের বাইরে বেশ সুনাম রয়েছে । আমাদের দেশে গ্রামেও বেশকিছু লোকশিল্প রয়েছে । এখানে তারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের তৈজসপত্র, খেলনা তৈরি করে । মহিলারা বাড়ির কাজের পাশাপাশি নকশিকাথা, হাতপাখা তৈরি করে । এখনও বিদেশে লোকশিল্প দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে । যা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে । লোকশিল্প আমাদের দেশের একটি পুরনো ঐতিহ্য । এই শিল্প যেন বিলুপ্ত না হয় সেজন্য সবার এই শিল্পের সম্প্রসারণ ও সংরক্ষণ করা সকলেরই দায়িত্ব ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।