সত্য কথা বলা সম্পর্কে একটি আদর্শ ঘটনা

একদিন একজন লােক মহানবি ( স: ) এর কাছে এসে বলল : হে আল্লাহর নবি ! আমি চুরি করি । মিথ্যা কথা বলি । আরও অনেক অন্যায় করি । এখন আমি এ অন্যায় কাজগুলাে কীভাবে ছেড়ে দেব ?
মহানবি ( স: ) বললেন , “ প্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও ” । লােকটি মিথ্যা কথা বলা ছেড়ে দিল । সবসময় সত্য কথা বলতে থাকল ।
এরপর আস্তে আস্তে সব অন্যায় ছেড়ে দিল । অন্যায় থেকে বাঁচল । পাপমুক্ত হলাে ।

আমরা সবসময় সত্য কথা বলব সৎ পথে চলব মিথ্যা কথা বলব না পাপ কাজ করব না ।

Post a Comment

0 Comments