মানবজীবনের একটি মহৎ গুণের নাম সততা । সৎ মানুষ শ্রদ্ধার পাত্র । সৎ গুণের কারণে মানুষ সবার কাছে প্রশংসনীয় হয়ে থাকে । সৎ ব্যক্তি যদি গরিবও হয় তবু সমাজে সে শ্রদ্ধার পাত্র । তাকে সবাই সম্মান করে । তার কথা সবাই মূল্যায়ন করে । অসৎ ব্যক্তি যতই ক্ষমতার মালিক হোক না কেন তার ধ্বংস অনিবার্য । অসৎ ব্যক্তি সবার কাছে নিন্দনিয় । সৎ পথে চললে পার্থিব জীবনে সাফল্য আসবেই । সৎ পথে চলতে গেলে দুঃখ -কষ্ট আসবেই তারপরও তাকে সৎ পথে থাকতে হবে । সৎ পথে থাকলে মানুষ একসময় সাফল্যের স্বর্ণশিখরে আহরণ করবেই । জন্মিলে মরিতে হয় । কিন্তু অনেকেই তার কীর্তির জন্য মরেও পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে বেচে থাকে । তারা স্মরণীয় হয়ে থাকে মানুষের কাছে । একমাত্র তাদের সৎ গুণের কারণেই ইতিহাসে তারা অমর হয়ে থাকেন । তাই আমাদের সকলের উচিত সততার সাথে জীবন যাপন করা ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।