মানুষের কথাবার্তা, চালচলন যে ভদ্রতারর সৌজন্য বোধ ও শালীনতার পরিচয় প্রকাশ পায় তাই শিষ্টাচার । শিষ্টাচার মানুষকে নম্র ও ভদ্র করে তোলে । জন্মসূত্রে কেউ শিষ্টাচার অর্জন করতে পারে না । উপযুক্ত শিক্ষা গ্রহণ করে, সকলের সাথে ভালো আচরণ করেই মানুষ শিষ্টাচারী হয়ে ওঠে । শিষ্টাচার মানুষকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া ও অপরকে ভালবাসতে শিখায় । শিষ্টাচারের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয় । শিষ্টাচার মানুষ একটি মহৎ গুণ । এই গুণ যার মধ্যে আছে সেই সমাজে শ্রদ্ধার পাত্র । সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শিষ্টাচারের বিকল্প নেই । তাই আমাদের তথা জাতির কল্যাণের জন্য আমাদের শিষ্টাচার অর্জন করতে হবে ।
2 Comments
LOVELY
ReplyDeleteখুব ভালো অনুচ্ছেদ
ReplyDeleteলক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।