সালাতের ওয়াজিব কি?সালাতের ওয়াজিব কতটি ও কি কি

সালাতের ওয়াজিব :

ওয়াজিব মানে অবশ্য করণীয় । গুরুত্বের দিক দিয়ে ফরজের পরেই ওয়াজিবের স্থান । সালাতের মধ্যে কতগুলাে ওয়াজিব কাজ আছে । এর যে কোনাে একটিও ইচ্ছা করে বাদ দিলে সালাত আদায় হয় না । ভুলে বাদ পড়লে সাহু সিজদাহ্ দিতে হয় ।

সালাতের ওয়াজিব ১৪টি । যথা :

১ . প্রত্যেক রাকআতে সূরা ফাতিহা পড়া

২ . সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা কুরআনের কিছু অংশ পড়া ।

৩ .সালাতের ফরজ ও ওয়াজিবগুলাে আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করা ।

৪ . রুকু করার পর সােজা হয়ে দাঁড়ানাে ।

৫ . দুই সিজদাহর মাঝখানে সােজা হয়ে বসা ।

৬ . তিন বা চার রাকআত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকআতের পর তাশাহহুদ পড়ার জন্য বসা ।

৭ . সালাতের শেষ বৈঠকে তাশাহহুদ পড়া ।

৮ . মাগরিব , এশার ফরজের প্রথম দুই রাকআতে এবং ফজর ও জুমুআর ফরজ সালাতে এবং দুই ঈদের সালাতে ইমামের সরবে কুরআন পাঠ করা এবং অন্যান্য সালাতে নীরবে পাঠ করা ।

৯ . বিতর সালাতে দোয়া কুনুত পড়া ।

১০ .দুই ঈদের সালাতে অতিরিক্ত ছয় তাকবির বলা ।

১১ . রুকু ও সিজদাহয় কমপক্ষে এক তসবি পরিমাণ অবস্থান ।

১২ . সালাতে সিজদাহর আয়াত পাঠ করে তিলাওয়াত সিজদাহ করা । কুরআন মজিদে  এমন বিশেষ ১৪টি আয়াত আছে , যা পাঠ করলে বা শুনলে সিজদাহ্ করতে হবে ।

১৩ . আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে সালাত শেষ করা ।

১৪ . ভুলে কোনাে ওয়াজিব কাজ বাদ পড়লে সাহু সিজদাহ দেওয়া ।

Post a Comment

0 Comments