সাহু সিজদাহু :
সাহু মানে ভুল । সিজদা সাহু মানে ভুল সংশােধনের সিজদাহ । আমরা আগেই জেনেছি , ইচ্ছা করে কোনাে ওয়াজিব বাদ দিলে সালাত হয় না । কিন্তু ভুলে কোনাে ওয়াজিব বাদ পড়লে তা সংশােধনের উপায় আছে । আর সে উপায় হলাে সাহু সিজদা করা ।
সাহু সিজদা আদায় করার নিয়ম :
সালাতের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরানাে । তারপর আল্লাহু আকবর বলে দুটি সিজদাহ করব । সিজদাহ করার পরে তাশাহহুদ , দরুদ ও দােয়া মাসুরা পড়ব । তারপর ডানে - বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করব ।
সাহু মানে ভুল । সিজদা সাহু মানে ভুল সংশােধনের সিজদাহ । আমরা আগেই জেনেছি , ইচ্ছা করে কোনাে ওয়াজিব বাদ দিলে সালাত হয় না । কিন্তু ভুলে কোনাে ওয়াজিব বাদ পড়লে তা সংশােধনের উপায় আছে । আর সে উপায় হলাে সাহু সিজদা করা ।
সাহু সিজদা আদায় করার নিয়ম :
সালাতের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরানাে । তারপর আল্লাহু আকবর বলে দুটি সিজদাহ করব । সিজদাহ করার পরে তাশাহহুদ , দরুদ ও দােয়া মাসুরা পড়ব । তারপর ডানে - বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করব ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।