অনুচ্ছেদ : অতিথি পাখি

বাংলাদেশ নদীর দেশ । বাংলাদেশ ছয় ঋতুর দেশ । ঋতু বদলের সাথে সাথে অন্য দেশ থেকে যেসব পাখি আমাদের একটি বিশেষ অঞ্চলে আসে তারাই অতিথি পাখি । অতিথি পাখি সাধারণত শীতকালে অন্য দেশ থেকে এদেশে এসে থাকে । এ পাখিগুলো শীতপ্রধান দেশ সাইবেরিয়া থেকে শীত কালেই শুধু আমাদের দেশে আসে । এরা আসে কিছু সময়ের জন্য । শীত শেষ হলেই এ পাখি যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যায় । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের জাতীয় চিড়িয়াখানা সহ দেশের বিভিন্ন জলাশয়ে এদের দেখতে পাওয়া যায় । এদেশের অনেকেই জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে পাখিগুলো ব্যবহার করে । বিভিন্ন স্থান থেকে বিক্রি করতে দেখা যায় । সরকার পাখি শিকারের বিরুদ্ধে আইন তৈরি করেছে । শুধু আইন প্রণয়ন করলেই হবে না সাথে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে । দেশের পত্র পত্রিকা, টিভি, রেডিওতে জনসচেতনামূলক কর্মকান্ডে অংশ নিতে হবে । মানুষকে সচেতন করতে হবে অতিথি পাখি সম্পর্কে । সুতরাং আমাদের সকলের উচিত অতিথি পাখিদের প্রতি অতিথিপরায়ন হওয়া ।

Post a Comment

2 Comments

  1. আরো একটু বড় হলে ভালো হতো

    ReplyDelete
  2. অনেক ধন্যবাদ লেখক

    ReplyDelete

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।