অনুচ্ছেদ : নৈতিকতা

নৈতিকতা কথাটি নীতির সাথে সম্পৃক্ত । এটি মানবচরিত্রের একটি বড় গুণ । নৈতিক মূল্যবোধের কারণেই মানুষ শ্রদ্ধা ও বিশ্বস্ততা অর্জন করে থাকে । নৈতিক মূল্যবোধ সততা, সৎচিন্তা ও নির্লোভ জীবন পদ্ধতির সাথে সম্পৃক্ত । যার মধ্যে নৈতিকতা আছে তাকে সবাই শ্রদ্ধা করে, বিশ্বাস করে । নৈতিকতা না থাকলে মানুষ খারাপ কাজে লিপ্ত হয় । যারা নৈতিক অবক্ষয় করে তারা কখনো সত্য কথা বলে না, পরোপকার করেনা, লোভের বশবর্তী হয়ে যায় । সমাজে শৃঙ্খলা আনতে নৈতিক মূল্যবোধ গুরুত্ব অপরিসীম । মানুষকে এমন কিছু গুণাবলি অর্জন করা উচিত যা মানুষকে নৈতিক আদর্শবান করে তোলে । নৈতিক মূল্যবোধ মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করতে শেখায় ।  নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষের চরিত্র উত্তম । 

Post a Comment

0 Comments