তারিখ : ১২ই মার্চ ২০১৯
চেয়ারম্যান
মুশুদ্দি ইউনিয়ন পরিষদ
ধনবাড়ী,টাঙ্গাইল ।
বিষয় : মুশুদ্দি রামেন্দ্র পুকুর সংস্কারের জন্য আবেদন ।
জনাব ,
সবিনয়ে নিবেদন এই যে , মুশুদ্দি গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি রামেন্দ্র পুকুরটি দীর্ঘদিন যাবৎ হাজামজা হয়ে পড়ে আছে । বহুদিন অব্যবহৃত থাকায় পুকুরটিতে ময়লা - আবর্জনা ও কচুরিপানার জালে পরিণত হয়েছে । ফলে এটি যেমন মশামাছি , সাপখােপের আখড়ায় পরিণত হয়েছে , তেমনি এলাকায় বাতাসে দুর্গন্ধও ছড়িয়ে পড়েছে । এতে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছে । কিন্তু এই পুকুরটি সংস্কার করে সেখানে মৎস্য চাষ করা হলে সরকার যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে , তেমনি এলাকার পরিবেশও নির্মল হবে । আমাদের কথাগুলো বিবেচনা করে দেখবেন ।
অতএব জনস্বার্থ বিবেচনা করে মুশুদ্দি রামেন্দ্র পুকুরটি আশু সংস্কারের প্রয়ােজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরােধ জানাচ্ছি ।
বিনীত
এলাকাবাসীর পক্ষে ,
আপনার বিশ্বস্ত
মাে . রবিউল ইসলাম
মুশুদ্দি, ধনবাড়ী ।
চেয়ারম্যান
মুশুদ্দি ইউনিয়ন পরিষদ
ধনবাড়ী,টাঙ্গাইল ।
বিষয় : মুশুদ্দি রামেন্দ্র পুকুর সংস্কারের জন্য আবেদন ।
জনাব ,
সবিনয়ে নিবেদন এই যে , মুশুদ্দি গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি রামেন্দ্র পুকুরটি দীর্ঘদিন যাবৎ হাজামজা হয়ে পড়ে আছে । বহুদিন অব্যবহৃত থাকায় পুকুরটিতে ময়লা - আবর্জনা ও কচুরিপানার জালে পরিণত হয়েছে । ফলে এটি যেমন মশামাছি , সাপখােপের আখড়ায় পরিণত হয়েছে , তেমনি এলাকায় বাতাসে দুর্গন্ধও ছড়িয়ে পড়েছে । এতে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ছে । কিন্তু এই পুকুরটি সংস্কার করে সেখানে মৎস্য চাষ করা হলে সরকার যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে , তেমনি এলাকার পরিবেশও নির্মল হবে । আমাদের কথাগুলো বিবেচনা করে দেখবেন ।
অতএব জনস্বার্থ বিবেচনা করে মুশুদ্দি রামেন্দ্র পুকুরটি আশু সংস্কারের প্রয়ােজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরােধ জানাচ্ছি ।
বিনীত
এলাকাবাসীর পক্ষে ,
আপনার বিশ্বস্ত
মাে . রবিউল ইসলাম
মুশুদ্দি, ধনবাড়ী ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।