মেহমানের সাথে ভালাে ব্যবহার নিয়ে মহানবি (স:) এর একটি ঘটনা

এক ইহুদি রাতে মহানবি ( স:) এর মেহমান হলেন । মহানবি ( স:) তাকে যত্ন করে খাওয়ালেন । পরিষ্কার বিছানায় ঘুমাতে দিলেন । লােকটি বেশি খেয়েছিল । তার পেট খারাপ হলাে । বদহজম হলাে । বিছানা নষ্ট করল । নােরা ও দুর্গন্ধ হলাে । ভয়ে খুব ভােরে পালিয়ে গেল । কিন্তু ভুলে সে নিজের তরবারিটি রেখে গেল । মহানবি ( স:) সকালে মেহমানের খোঁজ নিতে গেলেন । কিন্তু পেলেন না । বিছানা নষ্ট দেখলেন । এতে তিনি লােকটির ওপর একটুও রাগ করলেন না । বরং ভাবলেন লােকটি হয়তাে কষ্ট পেয়েছে । দুঃখ পেয়েছে । অতঃপর নিজ হাতে ময়লা বিছানা পানি দিয়ে ধুতে লাগলেন । লােকটির তরবারির কথা মনে পড়লে তরবারি নিতে এসে দেখল যে , দয়াল নবি ( স: ) ময়লা বিছানা পরিষ্কার করছেন ।

সে অবাক হলাে । সে ভেবেছিল , মহানবি ( স:) রেগে আছেন । তাকে মারধর করবেন । কিন্তু কী আশ্চর্য । তিনি লােকটিকে দেখে একটুও রাগ করলেন না । তিনি লােকটিকে দেখে খুশি হলেন এবং বললেন - “ ভাই , রাতে তােমার খুব কষ্ট হয়েছে । তুমি আমাকে ক্ষমা কর ” । মহানবি ( স: ) এর এই সুন্দর ব্যবহারে লােকটি মুগ্ধ হলাে । খুশি হলাে ও ইমান আনল । মুসলমান হয়ে গেল । মেহমানের সাথে ভালাে ব্যবহার করলে মেহমান খুশি হয় । মেজবানের সুনাম বাড়ে । মেজবান ও মেহমানের মধ্যে ভালাে সম্পর্ক গড়ে ওঠে । এতে আল্লাহ খুশি হন ।

আমরা - “ মেহমানকে সালাম দেব , বসতে দেব । সম্মান করব , যত্ন নেব । খোজ - খবর নেব , সেবা করব । হাসি মুখে কথা বলব , ভালাে ব্যবহার করব ” ।

Post a Comment

0 Comments