এক বুড়ি প্রতিদিন মহানবি ( স:) এর চলার পথে কাঁটা দিত । মহানবি ( স:) এর পায়ে কাটা ফুটলে সে দূর থেকে দেখে হাসত । খুশি হতাে । হঠাৎ একদিন পথে কাটা না দেখে মহানবি ( স:) খুব চিন্তিত হলেন । তিনি ভাবলেন , বুড়ির অসুখ - বিসুখ হলাে কিনা । নিজে তার বাড়িতে গিয়ে খোঁজ নিলেন । দেখলেন , সত্যিই বুড়ি খুব অসুস্থ । দয়াল নবি সেবাযত্ন দিয়ে তাকে সারিয়ে তুললেন । বুড়ি সুস্থ হলাে । সে তার খারাপ কাজের জন্য লজ্জা পেল । অনুতপ্ত হলাে । সে আর কোনাে দিন পথে কাটা দিত না ।
মানুষের সেবা করা আল্লাহর ইবাদত । মানুষের সেবা করলে মানুষ খুশি হয় । সমাজ সুন্দর হয় । পরিবেশ সুন্দর হয় । সুখ - শান্তি বজায় থাকে । আল্লাহ খুশি হন । জান্নাত পাওয়া যায় ।
আমরা
ক্ষুধার্তকে খাদ্য দেব ।
পিপাসা পেলে পানি দেব ।
অসুস্থ হলে সেবা করব ।
বিপদে পড়লে সাহায্য করব ।
গরিব , দুঃখী ও ইয়াতীমকে ভালােবাসব ।
সকল মানুষের সেবা করব ।
মানুষের সেবা করা আল্লাহর ইবাদত । মানুষের সেবা করলে মানুষ খুশি হয় । সমাজ সুন্দর হয় । পরিবেশ সুন্দর হয় । সুখ - শান্তি বজায় থাকে । আল্লাহ খুশি হন । জান্নাত পাওয়া যায় ।
আমরা
ক্ষুধার্তকে খাদ্য দেব ।
পিপাসা পেলে পানি দেব ।
অসুস্থ হলে সেবা করব ।
বিপদে পড়লে সাহায্য করব ।
গরিব , দুঃখী ও ইয়াতীমকে ভালােবাসব ।
সকল মানুষের সেবা করব ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।