মানবাধিকার সম্পর্কে একটি আদর্শ কাহিনী

একদিন মহানবি ( স ) দেখলেন যে রাস্তার ওপর একটি বালক শীতে ঠকঠক করে কাঁপছে । তার পরনে ছিল ছেড়া নােংরা জামা - কাপড় । মাথায় ছিল ভারী লাকড়ির বােঝা । তাকে দেখে মহানবি ( স: ) - এর মনে দয়া হলাে । তিনি বালকটিকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে বালকটির পিতা - মাতা নেই । সে রােজ জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে আনে । আর তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে । বালকটির কষ্টের কাহিনী শুনে মহানবি ( স :) - এর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল ।

তিনি বালকটিকে আদর করলেন এবং তাকে সাথে নিয়ে বাড়িতে আসলেন । তিনি বালকটিকে হযরত খাদিজা ( রা :) এর কাছে দিয়ে বললেন , ‘ বালকটি ইয়াতীম , তুমি একে স্বীয় পুত্রের ন্যায় স্নেহত্ন দিয়ে লালন - পালন করবে । '

মহানবি ( স :) এভাবে বালকটিকে আশ্রয় দিয়ে মানবাধিকারের আদর্শ স্থাপন করেছেন ।

পৃথিবীর সকল মানুষের আদি পিতা হযরত আদম ( আ: ) এবং মাতা হাওয়া ( আ: ) । আমরা সকলে আদম ( আ: ) এবং হাওয়া ( আ :) - এর সন্তান । অতএব , আমরা সকল মানুষ ভাই ভাই । মানব জাতি হযরত আদম ( আ: ) - এর বংশধর । আস্তে আস্তে এই মানব জাতি । পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং বসবাস করছে । এদের আকৃতি ও বর্ণ ভিন্ন ভিন্ন । তবুও এরা ভাই ভাই । বিশ্বের সকল মানুষ ভাই ভাই । এরা সবাই আদম ( আ ) হতে সৃষ্ট ।

আমরা বর্ণ - গােত্রনির্বিশেষে সকল ভেদাভেদ ও কলহ - বিবাদ ভুলে যাব । বিশ্বের সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে বসবাস করব । সকল দুর্নীতি ও বৈষম্য দূর করে বিশ্বভ্রাতৃত্ব । বন্ধনে আবদ্ধ হব । আর কোনাে হিংসাবিদ্বেষ করব না । কারাে কোনাে অনিষ্ট করব না । একে অপরের উপকার করব । মহানবি ( স :) বলেছেন , “ তােমরা প্রত্যেকে আদম ( আ ) হতে , আর আদম ( আ :) মাটি হতে ( সৃষ্ট ) । আমরা বিশ্বভ্রাতৃত্ব গড়ব । মানবাধিকার সুপ্রতিষ্ঠিত করব । সােনার বাংলাদেশ গড়ব । এটা আমাদের নৈতিক দায়িত্ব ।

Post a Comment

0 Comments