কোন ড্রাগের প্রতি তীব্র আসক্তি হলো মাদকাসক্তি । বর্তমানে এটি বৈশ্বিক সমস্যা । বিভিন্ন কারণে হতাশ হয়ে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে । অনেকেই আনন্দের মাধ্যম হিসেবে বিড়ি, সিগারেট, মদ সহ বিভিন্ন মাদক গ্রহণ করছে । মাদক আমাদের যুবসম্প্রদায়কে ধ্বংস করে দিচ্ছে । নেশার টাকা যোগাতে গিয়ে মাদকাসক্ত ব্যক্তি জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে । টাকার জন্য তারা চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই করছে । এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে । মাদকাসক্ত ব্যাক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মরণের দিকে চলে যায় । তাদের দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয় । তার চিকিৎসা খরচও ব্যয়বহুল । তাই তাদের শেষ পরিণতি মৃত্যু । মাদকাসক্ত ব্যাক্তি দেশের জন্য অভিশাপ । তাদের সংস্পর্শে থাকলে ভালো মানুষও মাদকাসক্ত হয়ে যাবে । মাদকাসক্ত মানুষের মাদকের হাত থেকে বাঁচাতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা চালু হয়েছে । মাদকাসক্তির হাত থেকে বাঁচতে হলে সরকারকে যথাযথ আইন প্রণয়ন ও এর ব্যবহার করতে হবে । আর সরকারের পাশাপাশি জনগণকে এ ব্যাপারে সচেতন হতে হবে ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।