কোনো এক গ্রীষ্মের দুপুরে একটি কাক উড়ে বেড়াচ্ছিল । হঠাৎ তাঁর খুব পানির পিপাসা লাগলো । তখন সে এদিক ওদিক পানি খুজতে লাগলো । অনেক্ষণ খোঁজার পর সে একটা কলসিতে কিছু পানি দেখতে পেল । তখন সে নিচে নেমে কলসি থেকে পানি পান করতে চেষ্টা করলো । কিন্তু কিছুতেই পানি পান করতে পারলো না । কেননা কলসিতে পানি ছিল অল্প । তাই সে পানির নাগাল পেলনা । পানি কলসির তলার দিকে থাকায় কাক কোনমতেই পানি পান করতে পারলো না । তখন সে ভাবতে লাগলো যে কিভাবে পানি ওপরে তুলে আনা যায় ।
অনেকক্ষণ ভাবার পর তার মাথায় একটা বুদ্ধি এল । সে পাশে থাকা কিছু নুড়ি পাথর এনে কলসিতে ফেলতে লাগলো । কলসিতে পাথর ফেলার কারনে পানি আস্তে আস্তে ওপরের দিকে চলে আসলো । যখন এভাবে পাথর ফেলতে ফেলতে পানি ওপরে আসলো তখন কাক পানি পান করে তার তৃষ্ণা মেটালো । তারপর সে আবার মনের সুখে আকাশে ওড়তে লাগলো ।
অনেকক্ষণ ভাবার পর তার মাথায় একটা বুদ্ধি এল । সে পাশে থাকা কিছু নুড়ি পাথর এনে কলসিতে ফেলতে লাগলো । কলসিতে পাথর ফেলার কারনে পানি আস্তে আস্তে ওপরের দিকে চলে আসলো । যখন এভাবে পাথর ফেলতে ফেলতে পানি ওপরে আসলো তখন কাক পানি পান করে তার তৃষ্ণা মেটালো । তারপর সে আবার মনের সুখে আকাশে ওড়তে লাগলো ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।