এক মহিলা দেখলেন যে , পথের পাশে একটি কুকুর । কুকুরটি পিপাসায় খুব কাতর । এখনই মরে যাবে এমন অবস্থা । মহিলার মনে খুব দয়া হলাে । নিকটে একটি পানির কূপ ছিল । তিনি ঐ কুপ থেকে পানি উঠিয়ে আনলেন । কুকুরের সামনে ধরলেন । কুকুর পানি পান করল । পানি পান করে কুকুর আরাম পেল । শান্তি পেল । বেঁচে গেল । মহিলা কুকুরের প্রতি দয়া দেখালেন । জীবের প্রতি দয়া দেখালেন । কুকুরের সেবা করলেন । এজন্য আল্লাহ তায়ালা তার প্রতি সন্তুষ্ট হলেন । তাঁর সব গুনাহ ক্ষমা করে দিলেন । তাঁকে জান্নাত দান করলেন ।
আমরা
জীবজন্তুকে খাবার দেব ,পানি দেব ,যত্ন নেব , আদর করব । আঘাত করব না , কষ্ট দেব না , ভালােবাসব , দয়া করব ।
আমরা
জীবজন্তুকে খাবার দেব ,পানি দেব ,যত্ন নেব , আদর করব । আঘাত করব না , কষ্ট দেব না , ভালােবাসব , দয়া করব ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।