তারিখ : ১-২-২০২০
সম্পাদক
ইত্তেফাক
১ রামকৃষ্ণ মিশন রােড,ঢাকা ।
বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন ।
জনাব ,
আপনার বহুল প্রচারিত ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশের জন্য জনস্বার্থ সংশ্লিষ্ট একটি চিঠি একসঙ্গে পাঠাচ্ছি । আশা করি , এটি প্রকাশ করে এলাকাবাসীর কৃতজ্ঞতাভাজন হবেন ।
নিবেদক
রবি
ফুলবাড়িয়া, ময়মনসিংহ ।
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম । এ গ্রামে প্রায় পনেরো হাজার লােক বাস করে । এখানে একাধিক হাসপাতাল, কলেজ, হাইস্কুল , বাজার , মাদ্রাসা , ব্যাংকসহ অনেকগুলাে প্রতিষ্ঠান আছে । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় , এখানে কোনাে গ্রন্থাগার নেই । ফলে জ্ঞানপিপাসু ও শিক্ষার্থীদের বহুদূরে জেলা শহরে গিয়ে বই বা পত্রপত্রিকা সংগ্রহ করতে হয় । গ্রামে গ্রন্থাগার থাকলে মানুষ অলস সময় না কাটিয়ে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে । ছাত্র ছাত্রীরাও তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বই পড়ার সুযোগ পাবে । বই মানুষকে সঠিক পথে পরিচালিত হতে শেখায় । গ্রন্থাগার আজ মানুষের চেতনাবোধকে জাগ্রত করতে একান্তই প্রয়োজন । এ ব্যাপারে নানা সময়ে বিভিন্ন মহল থেকে উদ্যোগ গ্রহণ করলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি ।
আশা করি উক্ত এলাকায় একটা গ্রন্থাগার স্থাপন করে আলােকিত সমাজ গঠনে ও বিদ্যানুরাগীদের জ্ঞানপিপাসা মেটাতে এগিয়ে আসবেন ।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে ,
রবি
ফুলবাড়িয়া , ময়মনসিংহ ।
সম্পাদক
ইত্তেফাক
১ রামকৃষ্ণ মিশন রােড,ঢাকা ।
বিষয় : সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন ।
জনাব ,
আপনার বহুল প্রচারিত ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশের জন্য জনস্বার্থ সংশ্লিষ্ট একটি চিঠি একসঙ্গে পাঠাচ্ছি । আশা করি , এটি প্রকাশ করে এলাকাবাসীর কৃতজ্ঞতাভাজন হবেন ।
নিবেদক
রবি
ফুলবাড়িয়া, ময়মনসিংহ ।
মনন বিকাশের জন্য গ্রন্থাগার চাই
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম । এ গ্রামে প্রায় পনেরো হাজার লােক বাস করে । এখানে একাধিক হাসপাতাল, কলেজ, হাইস্কুল , বাজার , মাদ্রাসা , ব্যাংকসহ অনেকগুলাে প্রতিষ্ঠান আছে । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় , এখানে কোনাে গ্রন্থাগার নেই । ফলে জ্ঞানপিপাসু ও শিক্ষার্থীদের বহুদূরে জেলা শহরে গিয়ে বই বা পত্রপত্রিকা সংগ্রহ করতে হয় । গ্রামে গ্রন্থাগার থাকলে মানুষ অলস সময় না কাটিয়ে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে । ছাত্র ছাত্রীরাও তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বই পড়ার সুযোগ পাবে । বই মানুষকে সঠিক পথে পরিচালিত হতে শেখায় । গ্রন্থাগার আজ মানুষের চেতনাবোধকে জাগ্রত করতে একান্তই প্রয়োজন । এ ব্যাপারে নানা সময়ে বিভিন্ন মহল থেকে উদ্যোগ গ্রহণ করলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি ।
আশা করি উক্ত এলাকায় একটা গ্রন্থাগার স্থাপন করে আলােকিত সমাজ গঠনে ও বিদ্যানুরাগীদের জ্ঞানপিপাসা মেটাতে এগিয়ে আসবেন ।
নিবেদক
এলাকাবাসীর পক্ষে ,
রবি
ফুলবাড়িয়া , ময়মনসিংহ ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।