অনুচ্ছেদ : আমার প্রিয় শিক্ষক

আমি অষ্টম শ্রেণির ছাত্র । আমাদের বিদ্যালয়ে ২০ জন শিক্ষক রয়েছেন । তাদের সবাইকে আমি শ্রদ্ধা করি । তবে তাদের মধ্যে আমি আমার ইংরেজি শিক্ষক মো: ওসমান গণিকে বেশি শ্রদ্ধা করি । বলতে গেলে এই স্কুলে তিনি আমার প্রিয় শিক্ষক । একজন ভালো শিক্ষকের যেসকল গুণ থাকা আবশ্যক তার মধ্যে সকল গুণই বিদ্যমান । তিনি খুব নম্র, ভদ্র ও  সৎ, সাহসী ও সাদাসিধে । তিনি আমাদের সকলের সাথে হেসে কথা বলেন । তিনি ক্লাসে খুব ভালোভাবে আমাদের ক্লাসের পড়া বুঝিয়ে দেন । আমরা যদি না বুঝতে পারি তিনি বিরক্ত না হয়ে বারবার আমাদের ভালোভাবে বুঝিয়ে দেন । কোন ছাত্র ছাত্রী ক্লাস ফাকি না দিয়ে সারের থেকে ভালো করে ইংরেজি শিখে নেয় । তিনি খুব সুন্দর করে সহজভাবে আমাদের শিখতে সাহায্য করে । তিনি কখনো কাউকে ধমক পর্যন্ত দেয়না । তিনি আমাদের সাথে বন্ধুসূলভ আচরণ করেন । তিনি সকলের সাথে অমায়িক আচরণ করেন । তাই তিনি আমার প্রিয় শিক্ষক ।

Post a Comment

0 Comments