অনুচ্ছেদ : দেশপ্রেম

দেশকে ভালবাসাই হচ্ছে দেশপ্রেম । দেশপ্রেম মানে শুধু দেশকে ভালোবাসা নয়, দেশপ্রেম মানে দেশের মানুষকে ভালবাসা, দেশের সংস্কৃতিকে ভালবাসা । দেশপ্রেম ছাড়া কখনো একটি দেশ উন্নতি লাভ করতে পারে না । দেশের প্রতিটি নাগরিকের এই গুণ থাকা জরুরি । আমরা অনেক কীর্তিমান মানুষকে যুগ যুগ ধরে মনে রাখি শুধু তাদের কীর্তির জন্য । তারা মরে গিয়েও বেচে যুগ যুগ ধরে । আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যারা দেশকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছে তাদের কীর্তির জন্য ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবস,  ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করি । যুদ্ধে আত্মত্যাগ করা লক্ষ লক্ষ মানুষ ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন । প্রতেকটি নাগরিকের মাঝেই এমন দেশ প্রেম থাকলে যেকোন দেশ উন্নতি লাভ করতে পারবে । দেশকে ভালবাসা নিজের জননীকে ভালবাসার সমান । তাই আমরা সবাই দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসবো ।

Post a Comment

3 Comments

  1. Replies
    1. ধন্যবাদ । নিয়মিত ভিজিট করুন ।

      Delete
  2. Alhamdulillah...apnar post amader kaje legece....taii apni aro den post

    ReplyDelete

লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।