ডাকপিয়ন ডাকঘরে কাজ করেন । তার বেতন খুবই কম । কিন্তু তার কাজ অনেক গুরুত্বপূর্ণ । ডাকপিয়ন খাকি পোষাক পরিধান করে ও মাথায় টুপি পরে । আর তার কাধে থাকে একটা থলে । ডাকপিয়ন প্রতিদিন সকালে ডাকঘর থেকে চিঠি, মানি অর্ডার ও মোড়ক সংগ্রহ করে তার থলেতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এদের মালিককে পৌছে দেন । এজন্য তাকে অনেক দূর পর্যন্ত হাটতে হয় । ডাকপিয়নের অনেক গুণ থাকতে হয় । তাকে সৎ ও কর্তব্যপরায়ন হতে হয় । তিনি বিভিন্ন দেশের খবরাদি নিয়ে আসেন । ডাকপিয়ন এক নীরব সেবার প্রতীক । অনেক সময় তাকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় । খুব কম বেতনভুক্ত কর্মচারী ডাকপিয়নের দায়িত্বপূর্ণ কাজ করে । সে সকাল থেকে রাত পর্যন্ত পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে চিঠি বিলি করে । ডাকপিয়নকে ভালো বেতন দেয়া উচিত যাতে সে আরো মনোযোগ ও দায়িত্বের সাথে তার কর্ম পালন করতে পারে ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।