ছবি আঁকা শখের বিষয় । অনেকেই শখ করে ছবি আঁকেন । যারা ছবি আঁকে তাদের শিল্পী বলা হয় । তারা রং,তুলি ,কাগজ ও কালির মাধ্যমে তাদের ইচ্ছামত ছবি এঁকে থাকে । তারা কল্পনার বস্তুকে ছবির মাধ্যমে সামনে নিয়ে আসেন । ছবির মাধ্যমে অনেক কিছুই প্রকাশ করা যায় । শিল্পী তাঁর ছবিকে সবসময় জীবন্ত আকারে উপস্থাপন করতে চেষ্টা করে । ছবি ইতিহাসকে বহন করে । অন্যান্য দেশে এ শিল্প যথেষ্ট মূল্যায়ন করা হয় । আমাদের দেশে তেমন মূল্যায়ন করা হয়না । ছবি এক আশ্চর্য সৃষ্টি । তাই ছবি আঁকা শিল্পটি আমাদের দেশে যেন যথাযথ মূল্যায়ন করা হয় এ বিষয়ে সরকার ও জনগণকে সচেষ্ট হতে হবে ।
2 Comments
It may be good if there is some advice about ancient how they draw pictures before.
ReplyDeleteTo give some information about ancient.
ReplyDeleteলক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।