স্কুলের ভেতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের সমীপে দরখাস্ত

তারিখ : ২০ - ৩ - ২০১৭

বরাবর
প্রধান শিক্ষক
মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
মধুপুর, টাঙ্গাইল ।


বিষয় : স্কুলের ভেতরে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন ।


জনাব ,
বিনীত নিবেদন এই যে , আমরা আপনার স্কুলের অনাবাসিক ছাত্রছাত্রী । আমরা প্রতিদিন অনেক দূরদূরান্ত থেকে স্কুলে আসি । অনেকসময় নানা কারণে আমরা টিফিন নিয়ে আসতে পারি না ।
টিফিন পিরিয়ডে স্বল্প সময়ে আমরা ক্যাম্পাসের বাইরে গিয়ে টিফিন কিনে আনতে পারিনা । এই অবস্থায় স্কুল ক্যাম্পাসের ভেতরে একটা ক্যান্টিন স্থাপন করা হলে ছাত্রছাত্রীদের এ সমস্যা নিরসন হতে পারে ।

অতএব , হুজুর সমীপে আকুল আবেদন , আমাদের এই অসুবিধার কথা বিবেচনা করে স্কুল ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা গ্রহণ করলে আমরা বিশেষভাবে বাধিত হব ।

বিনীত
অনাবাসিক ছাত্রছাত্রীবৃন্দ
মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ।

Post a Comment

0 Comments