আসমান কী? আসমান কতটি ও কোন আসমান কি দিয়ে তৈরি?

আজ আমরা আসমান সম্পর্কে জানবো । আসমান সাতটি ।

সাততলা আসমান বলতে কী বোঝানো হয়েছে? বাকি ছয় আসমান কি?
উত্তর : সাততলা বা সাত স্তরে আসমান, এই কথাটি কোরআনে কারিমের কোথাও আসেনি। বরং আল্লাহ সুবহানাহুতায়ালা বলেছেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে।’ দুনিয়াতে আমরা যে আসমান দেখতে পাচ্ছি, এই আসমানের ঠিক ওপরে আল্লাহ সুবহানাহুতায়ালা আরেকটি আসমান তৈরি করেছেন, তার ওপর আরেকটি আসমান তৈরি করেছেন, এভাবে আল্লাহ সুবহানাহুতায়ালা সাতটি আসমান তৈরি করেছেন—প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এভাবে।

চলুন জেনে নেই কোন আসমান কি দিয়ে তৈরি।


১.১ম আসমান তৈরি স্থির পানি দিয়ে।

২.২য় আসমান তৈরি সাদা মোতির পাথর দিয়ে।

৩.৩য় আসমান তৈরি লোহা দিয়ে।

৪.৪র্থ আসমান তৈরি তামা দিয়ে।

৫.৫ম আসমান তৈরি রৌপ্য দিয়ে।

৬.৬ষ্ঠ আসমান তৈরি স্বর্ণ দিয়ে।

৭.৭ম আসমান তৈরি যমরুদ (মূল্যবান সবুজ পাথর) দিয়ে।

Post a Comment

0 Comments