সালাতের আহকাম - আরকান :
সালাত শুরু করার আগে এবং সালাতের ভেতরে কতকগুলাে কাজ আছে । এগুলাে অবশ্যই পালন করতে হয় । এগুলাের যে কোনাে একটি ছুটে গেলেও সালাত হয় না । এই কাজগুলােকে সালাতের ফরজ বলে ।
সালাতের ফরজ ১৪টি । সালাতের এই ফরজ কাজগুলাে দুই ভাগে বিভক্ত ।
১ . আহকাম ,
২ . আরকান ।
আহকাম :
সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলাে আছে , সেগুলােকে সালাতের আহকাম বা শর্ত বলে ।
আহকাম ৭টি :
১ . শরীর পাক : প্রয়োজনমতাে ওযু , গোসল বা তায়াম্মুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা ।
২ . কাপড় পাক : পরিধানের কাপড় পাক হওয়া ।
৩ . জায়গা পাক : সালাত আদায়ের স্থান পাক হওয়া ।
৪ . সতর ঢাকা : পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং স্ত্রীলােকের মুখমণ্ডল , হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা ।
৫ . কিবলামুখী হওয়া : কাবার দিকে মুখ করে সালাত আদায় করা ।
৬ . ওয়াক্ত হওয়া : সালাতের নির্ধারিত সময় হওয়া ।
৭ . নিয়ত করা : যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে তার নিয়ত করা ।
আরকান :
সালাতের ভেতরে যে ফরজ কাজগুলাে আছে সেগুলােকে সালাতের আরকান বলে ।
আরকান মােট ৭টি :
১ . তাকবিরে তাহরিমা : আল্লাহু আকবর বলে সালাত শুরু করা ।
২ , কেয়াম : দাড়িয়ে সালাত আদায় করা । তবে দাড়াতে সক্ষম না হলে বসে বা শুয়ে যে কোনাে অবস্থায় সালাত আদায় করতে হয় ।
৩ . কেরাত : কুরআন মজিদের কিছু অংশ পাঠ করা ।
৪ . রুকু করা।
৫ . সিজদাহ করা ।
৬ . শেষ বৈঠকে বসা : যে বৈঠকে তাশাহহুদ , দরুদ , দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় , তাকেই বলে শেষ বৈঠক ।
৭ . সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় ।
আমরা সালাতের ফরজ কাজগুলাে খুব গুরুত্ব ও সতর্কতার সাথে পালন করব । কারণ ভুলেও কোনাে ফরজ কাজ বাদ পড়লে সালাত হয় না । পুনরায় আদায় করতে হয় ।
সালাত শুরু করার আগে এবং সালাতের ভেতরে কতকগুলাে কাজ আছে । এগুলাে অবশ্যই পালন করতে হয় । এগুলাের যে কোনাে একটি ছুটে গেলেও সালাত হয় না । এই কাজগুলােকে সালাতের ফরজ বলে ।
সালাতের ফরজ ১৪টি । সালাতের এই ফরজ কাজগুলাে দুই ভাগে বিভক্ত ।
১ . আহকাম ,
২ . আরকান ।
আহকাম :
সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলাে আছে , সেগুলােকে সালাতের আহকাম বা শর্ত বলে ।
আহকাম ৭টি :
১ . শরীর পাক : প্রয়োজনমতাে ওযু , গোসল বা তায়াম্মুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা ।
২ . কাপড় পাক : পরিধানের কাপড় পাক হওয়া ।
৩ . জায়গা পাক : সালাত আদায়ের স্থান পাক হওয়া ।
৪ . সতর ঢাকা : পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং স্ত্রীলােকের মুখমণ্ডল , হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা ।
৫ . কিবলামুখী হওয়া : কাবার দিকে মুখ করে সালাত আদায় করা ।
৬ . ওয়াক্ত হওয়া : সালাতের নির্ধারিত সময় হওয়া ।
৭ . নিয়ত করা : যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে তার নিয়ত করা ।
আরকান :
সালাতের ভেতরে যে ফরজ কাজগুলাে আছে সেগুলােকে সালাতের আরকান বলে ।
আরকান মােট ৭টি :
১ . তাকবিরে তাহরিমা : আল্লাহু আকবর বলে সালাত শুরু করা ।
২ , কেয়াম : দাড়িয়ে সালাত আদায় করা । তবে দাড়াতে সক্ষম না হলে বসে বা শুয়ে যে কোনাে অবস্থায় সালাত আদায় করতে হয় ।
৩ . কেরাত : কুরআন মজিদের কিছু অংশ পাঠ করা ।
৪ . রুকু করা।
৫ . সিজদাহ করা ।
৬ . শেষ বৈঠকে বসা : যে বৈঠকে তাশাহহুদ , দরুদ , দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় , তাকেই বলে শেষ বৈঠক ।
৭ . সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় ।
আমরা সালাতের ফরজ কাজগুলাে খুব গুরুত্ব ও সতর্কতার সাথে পালন করব । কারণ ভুলেও কোনাে ফরজ কাজ বাদ পড়লে সালাত হয় না । পুনরায় আদায় করতে হয় ।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।