শেয়াল ও আঙ্গুর ফলের গল্প / আঙ্গুর ফল টক

কোনো এক সময়ে বনে একটি শিয়াল বাস করতো । শিয়াল বনে ঘুরে বেড়াচ্ছিল । হঠাৎ তার খুবই খিদে পেল । তখন সে খাবার খুঁজতে লাগলো । সে আঙুর গাছের দিকে চেয়ে দেখলো থোকা দোকা পাকা আঙুর গাছে ঝুলছে ।

আঙুর দেখে তার খুব লোভ হলো । সে আঙুর খাবে বলে ঠিক করলো । তখন সে লাফিয়ে লাফিয়ে চেষ্টা করে চলল আঙুর পারতে । কিন্তু কিছুতেই সে আঙুর নাগাল পেলনা । আরো লাফিয়ে লাফিয়ে ক্লান্ত হয়ে পড়লো। অবশেষে আঙুর খেতে না পেরে সে চলে যেতে যেতে নিজেই বলতে শুরু করল : আঙুর ফল টক ।

Post a Comment

0 Comments