আখলাক ও নৈতিক মূল্যবােধের একটি আদর্শ কাহিনী

হযরত আব্দুল কাদির জিলানী ( র: ) উচ্চ শিক্ষার জন্য বাগদাদ রওনা দেবেন । মা তার জামার আস্তিনের মধ্যে চল্লিশটি সােনার মুদ্রা সেলাই করে দিলেন । আর রওনা দেওয়ার পূর্বে পুত্রকে বললেন , সর্বদা সত্য কথা বলবে , কখনাে মিথ্যা বলবে না । '
তিনি কাফেলার সাথে বাগদাদ রওনা দিলেন । পথিমধ্যে একদল ডাকাত কাফেলার ওপর হামলা করল । ডাকাতের দল কাফেলার সকলকে একের পর এক তল্লাশি করল । তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিল ।
তারা আব্দুল কাদির জিলানী ( র: ) - কে জিজ্ঞাসা করল , হে বালক ! তােমার কাছে কী আছে ? তিনি নির্ভয়ে উত্তর দিলেন , “ চল্লিশটি সােনার মুদ্রা আছে ' । ডাকাতরা ধমকের সুরে বলল , কোথায় ‘ সােনার মুদ্রা ' ? উত্তরে আব্দুল কাদির জিলানী ( র :) বললেন , এগুলাে আমার জামার আস্তিনের মধ্যে সেলাই করা আছে । '

তার সততা ও সত্যবাদিতা দেখে ডাকাত সহ দলের সরদারের বিবেক খুলে গেল । সে অনুতপ্ত হলাে । তারা সকলে তওবা করল এবং সৎপথ ধরল ।

এভাবে সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবােধ মানুষকে মুক্তি দেয় । মানব সমাজ অালের পথ পায় । বস্তুত , সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবােধ মানবজীবনে খুবই পুরুত্বপূর্ণ ।

আমাদের চরিত্র সুন্দর ও আচরণ ভালাে করতে হলে আমরা আল্লাহর ইবাদত করব , পিতা - মাতার কথা শুনব । শিক্ষককে সম্মান করব , সত্য কথা বলব । সৃষ্টির সেবা করব , জাতীয় সম্পদ রক্ষা করব । মানবাধিকার ও বিশ্বভ্রাতৃত্ব গড়ে তুলব । আমরা কতগুলাে মন্দ আচরণ থেকে দূরে থাকব । যেমন আমরা মিথ্যা কথা বলব না , ঝগড়া - বিবাদ করব না । হিংসা করব না , চুরি - ডাকাতি করব না । ধুমপান করব না , দেশের ও জনগণের ক্ষতি করব না । আল্লাহর ইবাদত ভুলব না , কটু কথা বলব না ।

Post a Comment

0 Comments